বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবছর করোনার কারণে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

 প্রকাশিত: ১৫:৫০, ২৫ জুলাই ২০২০

এবছর করোনার কারণে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

করোনার কারণে চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করার হয়েছে। ১৯৫৬ সালের পর নোবেল পুরষ্কার বিতরণের এবার প্রথমবারের জন্য বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার নোবেল ফাউন্ডেশন এই ঘোষণা দেয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বহুমাত্রিক নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লার্স হেইকেনস্টেন জানান, করোনা মহামারির কারণে নোবেল প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে না।

জানা যায়, নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়েছিল সর্বশেষ ১৯৫৬ সালে। হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিবাদে সেবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অনুষ্ঠান বাতিল করা হয়। এছাড়া ১৯০৭ ও ১৯২৪ সালেও নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

অনলাইন নিউজ পোর্টাল