বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা কাটছে না। ভারতের ভেন্যুতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে এবার প্রকাশ্য সমর্থন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে ‘যৌক্তিক’ মনে করছে পিসিবি এবং সংহতি জানিয়ে তারা নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও সাময়িকভাবে থামিয়ে দিয়েছে।
প্রতিবেদনে পিসিবি কর্মকর্তারা বলেছেন, আইসিসি যদি এই সংকটে ‘সম্মানজনক সমাধান’ না দেয়, তাহলে পাকিস্তানও অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে।
এ অবস্থায় দল ব্যবস্থাপনাকে বিকল্প পরিকল্পনাও (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত রাখতে বলা হয়েছে। একইসঙ্গে পিসিবির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, আয়োজক হওয়ার অজুহাতে কোনো দেশ যেন অন্য দেশকে চাপ বা ভয় দেখাতে না পারে।
এর আগে ১১ জানুয়ারি পাকিস্তান জানিয়েছিল শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে তারা প্রস্তুত, তাদের মাঠগুলো সম্পূর্ণ প্রস্তুত আছে।
এদিকে বাংলাদেশের আরেক প্রস্তাবও অচলাবস্থায় পড়েছে।
শ্রীলঙ্কায় সব গ্রুপ ম্যাচ খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ড গ্রুপ বদলাতে রাজি হয়নি, পরে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবেও নিশ্চিত করা হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি ব্যক্তিগতভাবে আইরিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও অগ্রগতি হয়নি। সম্ভাব্য গ্রুপ পরিবর্তনে শ্রীলঙ্কার সম্মতিও লাগবে বলে উল্লেখ করা হয়েছে।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ আছে গ্রুপ সি’তে। তাদের গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। আর গ্রুপ বি’র দলগুলো খেলবে শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে।
সবশেষে আইসিসি বিসিবিকে ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দিয়েছে। এদিকে আইসিসি নাকি স্পষ্ট জানিয়েছে, সূচি বা ভেন্যু বদলানো হবে না।
ফলে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে র্যাংকিং বিবেচনায় তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পথে যেতে পারে আইসিসি।