সোমবার ১৯ জানুয়ারি ২০২৬, মাঘ ৬ ১৪৩২, ৩০ রজব ১৪৪৭

ব্রেকিং

শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দাবি না মানলে নির্বাচন ভবনের ফটক অবরোধের হুঁশিয়ারি ছাত্রদলের অর্থ আত্মসাৎ: এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু আলিফ হত্যা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ কুর্দিদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা ইরানের সরকারবিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে মিছিল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী সংসদ-গণভোট: ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

শিক্ষা

জাতীয় শিক্ষা সপ্তাহ’র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু

 প্রকাশিত: ১৫:৪৬, ১৯ জানুয়ারি ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ’র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ এর জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা আজ সোমবার থেকে শুরু হয়েছে।

আজ সকাল ৯টায় রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র মহা-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

আজ সোমবার সকালে মাউশি’র প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক এস. এম. সাইফুল ইসলাম বাসসকে এই তথ্য জানান।

তিনি আরও জানান, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া পেরিয়ে আসা বিজয়ীরাই আজ জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত লড়াইয়ে অংশ নিচ্ছেন। দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রতিযোগীরা মোট ২৫টি ভিন্ন ভিন্ন বিষয়ে (ইভেন্ট) তাদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শন করবেন। এখান থেকে প্রথম থেকে তৃতীয় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সহকারী পরিচালক জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী প্রতিযোগীদের অংশগ্রহণে আজ সকাল ৯টা থেকেই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ১৫ জানুয়ারি মাউশি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা শেষে আগামীকাল মঙ্গলবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
 
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

মাউশি জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই জাতীয় কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের বিচারক প্যানেল গঠন করা হয়েছে।

বিচারক প্যানেলের প্রধান সমন্বয়কারী হিসেবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, সচিব রেহানা পারভীন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী ও মাউশি’র মহা-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান দায়িত্ব পালন করছেন।