সোমবার ১৯ জানুয়ারি ২০২৬, মাঘ ৬ ১৪৩২, ৩০ রজব ১৪৪৭

ব্রেকিং

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ হচ্ছে শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দাবি না মানলে নির্বাচন ভবনের ফটক অবরোধের হুঁশিয়ারি ছাত্রদলের অর্থ আত্মসাৎ: এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু আলিফ হত্যা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ কুর্দিদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা ইরানের সরকারবিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে মিছিল সংসদ-গণভোট: ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

সংস্কৃতি

ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা পেলেন মাসউদুল কাদির

 প্রকাশিত: ১৬:১০, ১৯ জানুয়ারি ২০২৬

ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা পেলেন মাসউদুল কাদির

ইসলামি সাহিত্যচর্চায় অবদানের জন্য বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা-২০২৪ পেলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক মাসউদুল কাদির। তার বই ‘অনুপম সাহাবা’ শিশুসাহিত্যে অবদান রাখায় এ সম্মাননা লাভ করেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম আয়োজিত ’লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ১০ জন লেখক তাদের অনন্য ইসলামি সাহিত্যকর্মের জন্য ও ৩ জন প্রতিবেদককেও বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

সম্মাননা প্রদানকালে ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।

এছাড়া উপস্থিত ছিলেন মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, বার্তা টোয়েন্টিফোরের সহকারী সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান, লেখক সাংবাদিক মাসউদুল কাদিরসহ দেশবরেণ্য লেখক-সাহিত্যিক, সাংবাদিক-কলামিস্ট , শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম এবং ফোরামের কেন্দ্রীয় ও সাধারণ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কওমি মাদরাসায় পড়ুয়া যেকজন আলেম মিডিয়া অঙ্গনে আপন আলোকধারার দ্যুতি ছড়িয়েছেন মাওলানা মাসউদুল কাদির তাদের অন্যতম। মাদরাসা এবং জেনালের উভয় শিক্ষায় শিক্ষিত এই মানুষটির ছড়া লেখার হাত খুবই অভিজ্ঞ। শিক্ষকতার মাধ্যমে মাওলানা মাসউদের কর্মজীবনের সূচনা হয়। শিক্ষকতা এবং মিডিয়া উভয় অঙ্গনে সমানভাবে বর্তমানে তিনি জড়িত রয়েছেন। তার পিতার নাম আলহাজ আমির হোসাইন এবং মাতার নাম সালিমা হোসাইন। হিফজ খিলগাঁও মুহাম্মদীয়া মাদরাসা, চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসা এবং চট্টগ্রামস্থ মিয়া ইসলামিয়া পটিয়ায় পড়েছেন তিনি। এছাড়া গোড়ান নাজমুল হক মাদরাসা গুড়ান থেকে দাখিল, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে আলিম এবং বিআইইউ থেকে বিএ [অনার্স] ও মাস্টার্স সম্পন্ন করেন।