স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১
স্পেনে একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হওয়ার পর এগিয়ে আসা আরেকটি হাইস্পিড ট্রেনের সঙ্গে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে পুলিশের সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।
রোববারের এ ঘটনায় সংঘর্ষের পর দ্বিতীয় ট্রেনটি লাইন থেকে ছিটকে একটি বাঁধের কাছে গিয়ে পড়ে। রাজধানী মাদ্রিদ থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্দোবা প্রদেশের আদামুজ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আহত ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো সোমবার ভোররাতে সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি জানান, মৃতের সংখ্যা ২০ জনেরও বেশি হতে পারে আর দিনের আলোতে এ সংখ্যা আরও বাড়তে পারে।
দুই ট্রেনে প্রায় ৪০০ জনের মতো যাত্রী ছিল। তাদের অধিকাংশই স্পেনীয়। সাপ্তাহিক ছুটি শেষে তারা মাদ্রিদে ফিরছিলেন অথবা মাদ্রিদ থেকে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন।
ট্রেন দুটিতে কতোজন পর্যটক ছিলেন তা পরিষ্কার হওয়া যায়নি। স্পেনে জানুয়ারি ছুটির মৌসুম নয়।