বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬, পৌষ ১৮ ১৪৩২, ১২ রজব ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ বিএনপি আমলে র‌্যাবকে ‘রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি’, দাবি বাবরের সঞ্চয়পত্রে মুনাফার সর্বোচ্চ সীমা কমলো আওয়ামী লীগ থেকে এসে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের: জামায়াতের লতিফুর রংপুর-১: জাপা প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা, ভাঙচুর ২৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক নিউ ইয়র্কের মেয়র হিসেবে কোরান ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি পাবলিক প্লেসে ধূমপান-তামাক সেবনে জরিমানা ২ হাজার ই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮

খেলা

চার ম্যাচ পর উইকেট শূন্য রিশাদ

 প্রকাশিত: ২০:৩৩, ১ জানুয়ারি ২০২৬

চার ম্যাচ পর উইকেট শূন্য রিশাদ

চার ম্যাচ পর বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে উইকেট শূন্য থাকলেন হোবার্ট হারিকেনসের বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। 

লিগ পর্বে হোবার্টের ষষ্ঠ ম্যাচে আজ পার্থ র্স্কোচার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৫ রান দিয়েও উইকেটের দেখা পাননি রিশাদ। ব্যাট হাতে ৮ বলে ১০ রান করেন তিনি। রিশাদের হতাশার দিন ৪০ রানে ম্যাচ হেরেছে হোবার্ট। 

ঘরের মাঠে টস হেরে পার্থকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় হোবার্ট। ওপেনার মিচেল মার্শের দুর্দান্ত সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২২৯ রান করে পার্থ। 

১১টি চার ও ৫টি ছক্কায় ৫৮ বলে ১০২ রান করেন মার্শ। এছাড়া চার নম্বরে নেমে ৪৩ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যারন হার্ডি। ৯টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংস সাজান হার্ডি। 

পার্থের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল করতে এসে ৭ রান দেন রিশাদ। দ্বিতীয় ওভারেও দারুণ বোলিং করেন তিনি। খরচ করেন মাত্র ৪ রান। তবে ইনিংসের ১৩তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে ১২ রান দেন রিশাদ। এমনকি নিজের শেষ ওভারেও ১২ রান দিয়েছেন এই ডান-হাতি স্পিনার। 

২৩০ রানের বড় টার্গেটে খেলতে নেমে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান করে ম্যাচ হারে হোবার্ট। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন নিখিল চৌধুরি। 

দশ নম্বরে নেমে ২টি চারে ৮ বলে ১০ রান করেন রিশাদ। এই নিয়ে দ্বিতীয়বার এবারের বিগ ব্যাশে ব্যাট করার সুযোগ পেলেন তিনি। এর আগে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে অপরাজিত ৫ রান করেছিলেন রিশাদ।

বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩ ওভারে ৩৩ রানে ২, মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ১, পার্থ র্স্কোচার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রানে ৩ এবং রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন রিশাদ।

এখন পর্যন্ত বিগ ব্যাশে ৬ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন রিশাদ।

পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হোবার্ট।