শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৩ ১৪৩২, ০৭ রজব ১৪৪৭

ব্রেকিং

ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

সংস্কৃতি

ঝড় তুলেছে হাদিকে নিয়ে জিয়া হকের কবিতা ও সংগীত

 প্রকাশিত: ১৬:১৫, ২৭ ডিসেম্বর ২০২৫

ঝড় তুলেছে হাদিকে নিয়ে জিয়া হকের কবিতা ও সংগীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে কবি জিয়া হকের লেখা সবক'টি বিপ্লবী কবিতা ও গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে কবিতা ও গান মিলিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কবি জিয়া হকের লেখা হাদির জিন্দাবাদ শিল্পী আবু উবাইদার ফেসবুক থেকে মাত্র দুই দিনে ৮.৫ মিলিয়ন ভিউ হয়েছে। ইউটিউব থেকে একদিনে হয়েছে ৬ লক্ষাধিক ভিউ।কবিতা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ প্রকাশের দুই দিনের মধ্যেই ১২ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। বিশেষভাবে বিজয় দিবসে কবিতাটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড গড়ে। একই সময়ে শিল্পী আবু উবায়দার কণ্ঠে ইউটিউবে প্রকাশিত গান ‘হাদি তুই ফিরে আয়’ ৩.৩ মিলিয়নের বেশি ভিউ পেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে।

কবিতা ও গানগিলো শুধু ইউটিউবেই নয়, ইনস্টাগ্রাম ও টিকটকেও সমানতালে শেয়ার হচ্ছে, প্রশংসা পাচ্ছে ও ব্যাপক আলোচনায় রয়েছে। ভিউয়ের পরিসংখ্যানে দেখা যায়, ওসমান গণির অ্যাকাউন্ট থেকে দুই দিনে ৩.৯ মিলিয়ন এবং মহিউদ্দিন হাসান খানের অ্যাকাউন্ট থেকে ২ মিলিয়ন ভিউ এসেছে।হাদি সাহারার ঊষর বালুতে আবে জমজম পানি। হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি।হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি

হাদি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতলপাটি।হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার।হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার

আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্না এনে—

হাদি জেগেছিল তরুণ আলির সাহসের সুধা টেনে।হাদিই আঁধার-পর্দা সরায়ে নতুন ভোরের রবি।হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী।নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ।সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ।

হাদির জিন্দাবাদের এই চরণগুলো ফেসবুকে হাজার হাজার শেয়ার হচ্ছে। বিভিন্ন স্থানে বিভিন্ন চরণ দেয়াল লিখন হচ্ছে। নিজে নিজে আবৃত্তি করে, গেয়ে নিজের ওয়ালে শেয়ার দিচ্ছেন।গবেষক ও চিন্তক আমান আবদুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, "হাদি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতলপাটি!!!!! ফররুখের পর এই বাংলাকে পৃথিবীব্যাপী দীর্ঘ ইতিহাসের সভ্যতার সাথে, ইসলামের সাথে এতো চমৎকারভাবে, অথেনটিকভাবে সম্পর্কিত করার এমন সুষম উপমা সম্ভবত আর দেখি নাই।"আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বহু রাজনীতিবীদ, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী ফেসবুকে 'হাদির জিন্দাবাদ' সংগীতটি শেয়ার করেছেন।

কবি জিয়া হক এ প্রসঙ্গে বলেন, "কবিতার বেল নাই-এই কথিত যুগে এমন সাড়া পাওয়া আমার জন্য অকল্পনীয়। কয়েকটি কবিতা ও সংগীত কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এই অমূল্য ভালোবাসা আমাকে আরও লেখালেখি চালিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।" তিনি সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।কবিতা ও গানের কমেন্ট বক্স ইতিবাচক মন্তব্যে ভরপুর। কবি আবিদ আজম লিখেছেন, "কবি জিয়া হক, তুমি এই সাফল্যের যোগ্য।"

ওয়াহিদ হাসান মন্তব্য করেন, "আমি কবি নজরুলকে দেখিনি, তবে জিয়া হককে দেখেছি। তিনি এ যুগের নজরুল।"

'হাদির জিন্দাবাদ'কে মাস্টারপিস বলেছেন অনেক লেখক, কলামিস্ট ও বুদ্ধিজীবী মহল।এদিকে শিল্পী আবু উবায়দা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসে তার ইউটিউব চ্যানেল থেকে অর্জিত সম্পূর্ণ আয় তিনি হাদির পরিবারের জন্য উপহার হিসেবে প্রদান করবেন।

এছাড়াও বাচিকশিল্পী মৃন্ময় মিজান, কবি দ্রিপ্র হাসান এবং বাচিকশিল্পী কঠোর হাসানসহ অনেকেই এসব কবিতা ও সংগীত আবৃত্তি করেছেন, যা কবিতা ও সংগীতের জনপ্রিয়তাকে বিস্তৃত করেছে।