রংপুর-১: জাপা প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল
রংপুর-১ আসনের (গংগাচড়া) জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার সকালে বৃহস্পতিবার রংপুর-১ আসনের দাখিল করা ৯টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান এই আদেশ দেন।
এনামুল আহসান বলেন, “আজকে রংপুর-১ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল। সেখানে নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
এ প্রসঙ্গে মঞ্জুম আলীর বলেন, “অনেককে এখানে ঠিক করার সুযোগ করে দেওয়া হলেও আমাকে এখানে কোনো সুযোগ দেওয়া হয় নাই। আমার কোনো দ্বৈত নাগরিকত্বও নেই। আমি আপিলে যাবো।
“আমার বিশ্বাস আপিল থেকে আমার এটা চলে আসবে। এটা একটা নরমাল জিনিস ওরা ইচ্ছা করলে এখান থেকে আমাকে দিতে পারতো।”
তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন, “আপনারা হতাশ হবেন না। আমরা হাইকোর্টে যাব, সেখান থেকে রায় নিয়ে আসবো।”
রংপুর-১ আসনে মঞ্জুম আলী ছাড়া বাকি আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তারা হলেন-বিএনপি প্রার্থী মোকারম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজিব, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন তিতু, জাতীয় নাগরিক পার্টির আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান ও ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আনাস।