বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৭ ১৪৩২, ১১ রজব ১৪৪৭

খেলা

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ স্থগিত

 প্রকাশিত: ২০:২৮, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় যুব (পুরুষ ও নারী) হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ স্থগিত করার ঘোষনা দিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। 

আগামী ৪ জানুয়ারি থেকে জাতীয় যুব হ্যান্ডবলের পুরুষ বিভাগের খেলা শুরু হবার কথা ছিল। এই আসরে ১১টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। অংশগ্রহণকারী দলগুলো হলো, গ্রুপ-ক : বান্দরবান, যশোর, ময়মনসিংহ, জামালপুর, কুষ্টিয়া এবং গ্রুপ-খ : চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, পঞ্চগড়, ফরিদপুর, মাদারীপুর, নড়াউল জেলা। 

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে আপাতত যুব চ্যাম্পিয়নশীপ আয়োজিত হচ্ছেনা। পরবর্তীতে নতুন তারিখ ঘোষনা করা হবে।