ফরিদপুরের ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে-গাছ ফেলে সড়ক অবরোধ
পূর্ব ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে অবরোধ শুরু করেন তারা। এ সময় মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের সমর্থিত কর্মীরা যান চলাচল বন্ধ করে দেন।
এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেককে দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
স্থানীয়রা বলছেন, ভোর থেকেই আওয়ামী লীগের কয়েকজন লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন। পরে আরও অনেকে যোগ দিলে পুরো রাস্তা অবরোধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
এ বিষয়ে জানতে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।