বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, কার্তিক ২৯ ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সারাদেশে সাত ঘন্টায় ৭ গাড়িতে আগুন

 প্রকাশিত: ১১:৪৪, ১৩ নভেম্বর ২০২৫

সারাদেশে সাত ঘন্টায় ৭ গাড়িতে আগুন

রাজধানীসহ টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাত ঘন্টায় সাতটি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদুল খালিদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত এসব আগুনের ঘটনা ঘটে।

রাশেদুল খালিদ জানিয়েছেন, ঢাকায় আগুনের ঘটনা ঘটেছে দুই জায়গায়। কমলাপুর রেলস্টেশনের পাশে লেগুনায় বুধবার রাত পৌনে ৩টার দিকে এবং পল্লবীতে ট্রাস্ট পরিবহনের যাত্রীবাহী বাসে রাত ১২টা ১০ মিনিটে আগুন দেওয়া হয়।

ঢাকার বাইরে টাঙ্গাইলের বারই খোলায় যাত্রীবাহী বাসে রাত ১২টা ২৫ মিনিটে, গজারিয়া মুন্সিগঞ্জ আকিজ পেপার মিলের সামনে ৩টা ৩৮ মিনিটে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

এছাড়া ভোর ৪ টা ৪০ মিনিটে গোপালগঞ্জ গণপূর্ত অফিসের পাশে একটি পিকআপ, পাজেরো জিপে এবং শরিয়তপুরের নাওডোবা গোল চত্বরে এই ট্রাকে সকাল ৭টা ২০ মিনিটে আগুন দেওয়া হয়েছে।

এসব আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে মঙ্গলবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন আর বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটন ঘটছে।

রাজধানীতে ট্রেন ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যার পর। হাতবোমার বিস্ফোরণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে ১৭ হাজার পুলিশ সদস্য।

পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন।