শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘পরিস্থিতি বুঝে নতুন কিছু’ যুক্ত হতে পারে রোডম্যাপে: ইসি সচিব

 প্রকাশিত: ২২:১৭, ২৮ আগস্ট ২০২৫

‘পরিস্থিতি বুঝে নতুন কিছু’ যুক্ত হতে পারে রোডম্যাপে: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে রোডম্যাপে নতুন বিষয় যুক্ত হতে পারে। তিনি বলেন, প্রতিটি ধাপই চ্যালেঞ্জের হলেও তা মোকাবিলায় বর্তমান ইসির যথেষ্ট প্রস্তুতি ও দৃঢ়তা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সচিব রোডম্যাপ তুলে ধরেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এ রোডম্যাপ অনুমোদন দেয়।

রোডম্যাপের প্রধান বিষয়সমূহ

  • সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ
  • আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন
  • ভোটের প্রায় দুই মাস আগে নির্বাচনী তফসিল ঘোষণা
  • আইনশৃঙ্খলা রক্ষায় ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক
  • দুর্গম এলাকায় ভোটসামগ্রী পরিবহনে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা

সচিব আখতার আহমেদ বলেন, “কর্মপরিকল্পনা একবারে চূড়ান্ত নয়, এটা চলমান। নতুন পরিস্থিতি এলে নতুন কাজ যুক্ত হবে।”
তিনি উল্লেখ করেন, প্রতিটি বিষয়ই চ্যালেঞ্জের হলেও তা মোকাবিলায় মানসিক দৃঢ়তা ও প্রস্তুতি রয়েছে ইসির।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে প্রয়োজনে কমিশন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করবে। সিসি ক্যামেরা বা বডি ক্যামেরার মতো ব্যবস্থাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার বলে তিনি উল্লেখ করেন।

সচিব জানান, রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলের মতামত থাকলে তা বিবেচনা করে প্রয়োজনে পরিকল্পনায় সংযোজন করা হবে। তিনি বলেন, “এটা আমাদের কর্মপরিকল্পনা। রাজনৈতিক দলের মতামত থাকলে সেটি যুক্ত করার সুযোগ রয়েছে।”

তিনি স্বীকার করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার, ভুয়া তথ্য ও অপপ্রচার রোধ করা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
ভোটার উপস্থিতির প্রসঙ্গে সচিব বলেন, মানুষকে ভোটকেন্দ্রে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি উৎসবমুখর পরিবেশ তৈরির ওপর জোর দেন।