রোববার ২৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১১ ১৪৩২, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি সই ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

স্পেশাল

হাফেজ হওয়ার আগেই ১৩ বছর বয়সে শহীদ হলো ইব্রাহিম খলিলুল্লাহ

 প্রকাশিত: ১০:২২, ১৬ এপ্রিল ২০২৫

হাফেজ হওয়ার আগেই ১৩ বছর বয়সে শহীদ হলো ইব্রাহিম খলিলুল্লাহ

হাফেজ হয়ে মায়ের স্বপ্ন পূরণ করা হলো না ডেমরা এলাকার ‘বাইতুস সুজুদ মাদ্রাসা’র হেফজ বিভাগের ছাত্র ইব্রাহিমের। মায়ের স্বপ্ন পূরণ করে কোরআনের হাফেজ হওয়ার আগেই মাত্র ১৩ বছর বয়সে শহীদের মর্যাদা পেয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ।

২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়।

সেই দিনের কথা স্মরণ করে সখিনা বিবি কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলেটা না খেয়ে ছিল, ঘরে খাবার ছিল না। আমি নিজেই সেদিন না খেয়ে ছিলাম। ভাবছিলাম, ও বাসায় ফিরলে যে সামান্য আটা আছে, তা দিয়ে রুটি বানিয়ে খাওয়াবো।’

শৈশব থেকেই সে চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠলেও তার কোমল মন কখনোই উপলব্ধি করতে পারেনি কতটা নির্মম দমনপীড়ন চালানো হচ্ছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর শান্তিপূর্ণ কর্মসূচিকে দমন করতে।

ইব্রাহিমের মা সখিনা বিবি মানুষের বাসাবাড়িতে কাজ করে সন্তানদের দু-বেলা দু-মুঠো খাবার জোগাড় করার চেষ্টা করতেন। তবু অভাব-অনটনের কারণে প্রায়ই অনাহারে থাকতে হতো তাদের।

এই দুঃখজনক কাহিনি ইব্রাহিমকেও ছাড় দেয়নি। শহীদ হওয়ার দিনেও সে ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হয়েছিল। সেদিনও ঘরে খাবার ছিল না। 

ইব্রাহিম ঢাকার ডেমরা এলাকার ‘বাইতুস সুজুদ মাদরাসা’র হেফজ বিভাগের ছাত্র ছিল। ইতোমধ্যে সে কোরআনের ছয় পারা মুখস্থ করেছিল। তার বড় ভাই ইয়াকুব আলীও একই মাদরাসা থেকে দুই বছর আগে হেফজ শেষ করে কওমি ধারায় আলেম হওয়ার লক্ষ্যে পড়াশোনা করছিল।

কিন্তু ইব্রাহিমের মৃত্যুর পর পরিবারের হাল ধরতে ইয়াকুবকে পড়ালেখা বন্ধ করে গুলিস্তানের একটি টি-শার্ট শোরুমে কাজ নিতে হয়। কারণ মা সখিনা অসুস্থ হয়ে যান এবং আর কাজ করতে পারেন না।

নিজের সংগ্রামী জীবনের কথা বলতে গিয়ে সখিনা বলেন, ‘স্বামী আমাকে ছেড়ে যাওয়ার পর আমি আর বিয়ে করিনি। ভেবেছিলাম, দুই ছেলেকে হাফেজ বানাবো।’

‘বড় ছেলেকে দিয়ে পুরো কোরআন হেফজ করাতে পেরেছিলাম। সে এখন কওমি মাদ্রাসায় নাহু-মীর শ্রেণির (অষ্টম শ্রেণির সমতুল্য) ছাত্র ছিল। কিন্তু ভাগ্য সহায় হলো না। স্বপ্ন পূরণের আগেই  আমার ছোট ছেলেকে হারালাম।’

ইব্রাহিমের মৃত্যুর দিন শুক্রবার (১৯ জুলাই) সকালবেলা সে সখিনাকে একটি ভিডিও দেখায়। আগের দিন সাইনবোর্ড এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর দৃশ্য সে মোবাইলে ধারণ করেছিল।

সখিনা নির্দিষ্ট তারিখ মনে রাখতে পারেননি। তিনি শুধু মনে রেখেছেন, ওই দিন রাত ১২টা থেকে সরকার সারা দেশে কারফিউ জারি করেছিল।

ভিডিওটি দেখে সখিনা রেগে গিয়ে তাকে বকাঝকা করেন, ‘তুই ওখানে কেন গেছিলি? তোদের মতো গরিব ছেলেদের কি আন্দোলনে যাওয়া দরকার? মরার জন্য গেছিস? আর কখনও ওখানে যাবি না।’

ছেলের প্রতিক্রিয়ায় সখিনা বলেন, ‘সে কথা দিয়েছিল আর যাবে না। আমি বলেছিলাম, আমি কাজে না ফেরা পর্যন্ত কোথাও যাবি না।’ কিছুক্ষণ পর সে পাশের বাসায় খালার বাড়িতে যায় এবং খেলাধুলা করতে থাকে।

সখিনা বলেন, ‘আমি কাজ থেকে ফিরে দেখি, সে গোসল করে জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।’ নামাজ শেষে সে পাঞ্জাবি পরে ঘর থেকে বের হয়ে যায়। তবে কোথায় যাচ্ছে মাকে কিছু বলে যায়নি। জোহরের নামাজ পড়ার সময় জানালার ফাঁক দিয়ে সাখিনা দেখে, ইব্রাহিম ঘরে ফিরছে।

তিনি বলেন, ‘ভাবলাম, আমার নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবে। কিন্তু সে অপেক্ষা না করে আবার বেরিয়ে যায়। নামাজ শেষে খুঁজতে গিয়ে কোথাও পাইনি। ভেবেছিলাম, আশেপাশেই আছে। কিন্তু সে আর ফেরেনি।’

‘সেদিন কেমন যেন মন খারাপ ছিল। জোহরের নামাজ শেষে অকারণেই অনেক কাঁদলাম। একসময় ঘুমিয়ে পড়লাম।’ বিকাল ৪টার দিকে ঘুম ভেঙে ওঠেন সখিনা। তখন বাচ্চাদের জন্য খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন।

আসরের আজানের ধ্বনি শোনার পর ঠিক করেন নামাজ শেষে রান্না করবেন। নামাজের পর আবারও কান্না আসছিল, কিন্তু তখনও বুঝতে পারেননি তার ছেলে চিরতরে চলে যাবে।

‘নামাজ শেষে হঠাৎ কেউ আমার ছেলের মোবাইল সিম দিয়ে ফোন করে জানায়, আমার ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

এই খবর পেয়ে তিনি কোনোভাবে মাদরাসায় গিয়ে বড় ছেলেকে জানান, ‘তোর ভাই মারা গেছে।’ এরপরই অজ্ঞান হয়ে পড়েন সখিনা।

জ্ঞান ফিরে আসার পর বড় ছেলেকে নিয়ে ঢাকা মেডিকেলে যান। সেদিনই মরদেহ হাতে পাননি। পরদিন শনিবার তারা ইব্রাহিমের লাশ গ্রহণ করেন এবং মাতুয়াইল কবরস্থানে দাফন করেন।

ইব্রাহিম কোথায় নিহত হয়েছিল তা নিশ্চিত করে বলতে পারেননি সখিনা। তিনি শুধু বলেন, ‘ছেলের পায়ে ও মাথার পেছনে গুলির দুটি চিহ্ন ছিল।’

স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন সখিনা। তিনি বলেন, ‘ইব্রাহিম প্রায়ই বলত, আমি পুরো কোরআন হেফজ শেষ করে বিদেশ যাবো, টাকা পাঠাবো, তুমিও ভালো থাকবে।’

‘তোমার কোনো কষ্ট থাকবে না, আমি টাকা পাঠিয়ে তিনতলা বাড়ি বানাবো। আমি দেশে ফিরে এসে সেই বাড়িতেই তোমার সঙ্গে থাকব।’ এই স্বপ্নই মাকে দেখাত ইব্রাহিম।

সন্তানের মৃত্যুতে শোকে কাতর মা সখিনা তাঁর ছেলের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।