আজ ৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বতর্মান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনার জন্যে আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন।
বৈঠকগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা ৬টায় এনসিপি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক হবে।
তিনি আরও জানান, বিএনপির সঙ্গে বৈঠকের সময় পূর্বনির্ধারিত বিকেল ৩টা থেকে পরিবর্তন করে সন্ধ্যা সাড়ে ৭টায় করা হয়েছে।
ধন্যবাদ।