সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ১৬ ১৪৩২, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে গলা কেটে বৃদ্ধা খুন

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:২১, ৩১ আগস্ট ২০২৫

রাজশাহীতে গলা কেটে বৃদ্ধা খুন

ফাঁকা বাড়িতে গলাকাটা লাশ, তদন্তে পুলিশ ও সিআইডি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ বাড়িতে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম মারেজান বেগম (৬২)। গতকাল শনিবার রাতে উপজেলার পালপুর মালিগাছা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নিহত মারেজান বেগমের স্বামীর নাম নজরুল ইসলাম। তাঁদের পাঁচ মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য নজরুল ইসলাম বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ সময় বাড়িতে একাই ছিলেন মারেজান বেগম।

শনিবার সন্ধ্যায় এক প্রতিবেশী তাঁর বাড়িতে গিয়ে ঘরে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সিআইডি আলামত সংগ্রহ করে। পরে রাতেই লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের মেয়ে রিক্তা খাতুন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে স্থানীয়রা মারেজান বেগমকে বাড়ির বাইরে দেখেছিলেন। এরপর থেকে আর কেউ তাঁকে দেখেনি। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।