রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৮ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

আনিসুল হক ও তার বান্ধবীর নামে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা মুছাব্বির হত্যা: এক ‘শুটার’সহ গ্রেপ্তার ৪ অন্তর্বর্তী সরকারই ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচার চালাবে দ্বিতীয় দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেন: দুদক চেয়ারম্যান কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু: বাস মালিক গ্রেপ্তার কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলু খালাস আমেরিকানদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের এআই খেলনা বিতর্ক: নিরাপত্তা নিশ্চিত করে ফেরার চ্যালেঞ্জ ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানে নতুন করে বিক্ষোভ শামা ওবায়েদের আয় কমলেও সম্পদ বেড়েছে নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা বিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে ঢাকা সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘ব্যাপক’ হামলা

আন্তর্জাতিক

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, বাংলাদেশের প্রত্যাখ্যান-নিন্দা

 প্রকাশিত: ১১:৫১, ১১ জানুয়ারি ২০২৬

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, বাংলাদেশের প্রত্যাখ্যান-নিন্দা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক আইন, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য ওআইসির সম্মিলিত সংকল্পের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণরূপে একাত্ম। 

শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম অতিরিক্ত অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তথাকথিত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি এবং সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর এর প্রভাব, সাম্প্রতিক ঘটনাবলী, সেই সঙ্গে বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে আলোচনা করার জন্য এই অধিবেশন আহ্বান করা হয়েছিল।

উপদেষ্টা তৌহিদ হোসেন ওআইসিকে তথাকথিত সোমালিল্যান্ডের ইসরায়েলের স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান এবং নিন্দা করার আহ্বান জানান।

তিনি সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি ওআইসির পূর্ণ ও অটল সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য যথাসম্ভব জোরালো ভাষায় আহ্বান জানান।

তৌহিদ হোসেন আরও জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি জোর দিয়ে বলেন, জবরদস্তির ওপর ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং বহুপাক্ষিকতা অবশ্যই জয়ী হবে।

এর আগে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) অধিবেশনের জন্য একটি সিনিয়র কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়, যেখানে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের সাথে অব্যাহত সংহতি এবং ওআইসির কাছে ফিলিস্তিনি স্বার্থের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।