হাটহাজারীতে ‘ছুরিকাঘাতে’ মাইক্রোবাস চালক নিহত
চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ডে ‘ছুরিকাঘাতে’ এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে।
শনিবার গভীর রাতে বাসস্ট্যান্ডের কলাবাগান এলাকা থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহবুবুল আলম (৩৫) হাটহাজারী পৌরসভার দেওয়াননগর এলাকার বাসিন্দা। তিনি মাইক্রোবাস চালানোর পাশাপাশি একটি বাড়িতে কেয়ারটেকারের কাজও করতেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ রোববার ভোর ৪টার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা থেকে লাশটি উদ্ধার করে।
“অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি আমরা তদন্ত করে দেখছি।”