রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৮ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

আনিসুল হক ও তার বান্ধবীর নামে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা মুছাব্বির হত্যা: এক ‘শুটার’সহ গ্রেপ্তার ৪ অন্তর্বর্তী সরকারই ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচার চালাবে দ্বিতীয় দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেন: দুদক চেয়ারম্যান কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু: বাস মালিক গ্রেপ্তার কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলু খালাস আমেরিকানদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের এআই খেলনা বিতর্ক: নিরাপত্তা নিশ্চিত করে ফেরার চ্যালেঞ্জ ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানে নতুন করে বিক্ষোভ শামা ওবায়েদের আয় কমলেও সম্পদ বেড়েছে নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা বিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে ঢাকা সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘ব্যাপক’ হামলা

জাতীয়

শামা ওবায়েদের আয় কমলেও সম্পদ বেড়েছে

 প্রকাশিত: ১১:৫৮, ১১ জানুয়ারি ২০২৬

শামা ওবায়েদের আয় কমলেও সম্পদ বেড়েছে

সালথা ও নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলামের আয় গত সাত বছরে কমেছে। তবে সাত বছরের ব্যবধানে তার অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে।

বিএনপির এই সাংগঠনিক সম্পাদক ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় মোট বার্ষিক আয় ৩০ লাখ ছয় হাজার ৮২৫ টাকা বলেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিল করা হলফনামায় তিনি বার্ষিক আয় দেখানো হয়েছে ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। অর্থাৎ সাত বছরের ব্যবধানে তার আয় কমেছে বার্ষিক আট লাখ ১৭ হাজার ৭৫৪ টাকা।

হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৮ সালে শামা ওবায়েদের অস্থাবর সম্পদের পরিমাণ ছিল দেড় কোটির কিছু বেশি। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন কোটিরও বেশি। সাত বছরে অস্থাবর সম্পদ বেড়েছে দুই কোটিরও বেশি টাকার।

অপরদিকে স্থাবর সম্পদের ক্ষেত্রে সামান্য হ্রাস দেখা গেলেও উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির বিবরণে আগের তুলনায় পরিবর্তন এসেছে।

হলফনামা অনুযায়ী, বর্তমানে শামা ওবায়েদের আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে- অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ৪৬ হাজার ৪০৪ টাকা, চাকরির সম্মানি বাবদ সাত লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা এবং সম্মানি ভাতা বাবদ ৯৬ হাজার টাকা।

নাগরিকত্ব সংক্রান্ত তথ্য অনুযায়ী, শামা ওবায়েদ একসময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।

হলফনামায় শামা ওবায়েদ নিজেকে একজন ব্যবসায়ী বলেছেন। তিনি এ্যলিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এ্যাভোসিল্ক সলিউশনের চেয়ারম্যান এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের (আইজিসিএফ) জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শামা ওবায়েদের বিরুদ্ধে মোট ১৮টি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। ২০২৫ সালে আটটি মামলা প্রত্যাহার করা হয় এবং আটটি মামলা থেকে তিনি অব্যাহতি পান। একটি হত্যা মামলা বর্তমানে তদন্তাধীন।

শামা ওবায়েদের অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে, তিন কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য চার কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, ব্যাংক আমানত, শেয়ার ও বিনিয়োগ, একটি জিপ গাড়ি এবং ৫০ তোলা সোনা (মূল্য বলা হয়নি)।

স্থাবর সম্পদের ক্ষেত্রে তার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ছয় কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য নয় কোটি টাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া ৪৫০ শতাংশ অকৃষি জমির কোনো মূল্য বলা হয়নি। এ ছাড়া ঢাকার বনানীতে তার মালিকানাধীন তিন হাজার ২৪৫ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে।

হলফনামায় শামা ওবায়েদ তার স্বামী মুস্তাজিরুল শোভন ইসলাম এবং ছেলে আরভীন ওবায়েদ ইসলামের আয় ও সম্পদের বিবরণও দিয়েছেন। স্বামীর বার্ষিক আয় ৮৮ লাখ ৮৬ হাজার ৪১৮ টাকা এবং ছেলের ১৮ লাখ এক হাজার ৯৬২ টাকা দেখানো হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, যাচাই-বাছাই শেষে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে শামা ওবায়েদ ইসলামসহ সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে মোট সাতজন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আসনের ১৩৪টি ভোটকেন্দ্রের ৭৩৭টি কক্ষে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৭ হাজার ৩৩২ জন।