কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলু খালাস
দেড় যুগ আগের কর ফাঁকির মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার এ রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম।
রায় ঘোষণার সময় দুলু আদালতে হাজির ছিলেন।
পরে তার আইনজীবী বোরহান উদ্দিন বলেন, “এটি ছিল একটি হয়রানিমূলক মামলা। এ মামলায় এনবিআরের চারজন সাক্ষী দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ বিএনপি নেতা দুলুকে মামলার অভিযোগ থেকে খালাস দিয়েছেন।”
সাবেক ভূমি উপমন্ত্রী বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে ২০০৮ সালের ৩ অগাস্ট এই মামলা দায়ের করেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ।
মামলায় বলা হয়, ১৯৮৩ সাল থেকে ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন ওই বিএনপি নেতা। এছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন।
ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু উচ্চ আদালতেও গিয়েছিলেন। তবে আদালতের সিদ্ধান্ত তার বিপক্ষে যায়।
পরে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠন করে দুলুর বিচার শুরু করে আদালত। সাক্ষীদের সাক্ষ্য, আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক শেষে মামলা থেকে খালাস পেলেন এ বিএনপি নেতা। দুলু নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদে লড়ছেন।