সোমবার ১২ জানুয়ারি ২০২৬, পৌষ ২৮ ১৪৩২, ২৩ রজব ১৪৪৭

ব্রেকিং

আনিসুল হক ও তার বান্ধবীর নামে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা মুছাব্বির হত্যা: এক ‘শুটার’সহ গ্রেপ্তার ৪ অন্তর্বর্তী সরকারই ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচার চালাবে দ্বিতীয় দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেন: দুদক চেয়ারম্যান কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু: বাস মালিক গ্রেপ্তার কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলু খালাস আমেরিকানদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের এআই খেলনা বিতর্ক: নিরাপত্তা নিশ্চিত করে ফেরার চ্যালেঞ্জ ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানে নতুন করে বিক্ষোভ শামা ওবায়েদের আয় কমলেও সম্পদ বেড়েছে নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা বিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে ঢাকা সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘ব্যাপক’ হামলা

জাতীয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু: বাস মালিক গ্রেপ্তার

 প্রকাশিত: ১৮:৪৬, ১১ জানুয়ারি ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু: বাস মালিক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে তিন বাহনের সংঘর্ষের পর দগ্ধ হয়ে চারজনের মৃত্যুর ঘটনায় বাসের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাত ১১টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লায় নিয়ে আসে।

রোববার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান।

বাসের মালিক ৫১ বছর বয়সী ইউসুফ মাঝি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম পরিবহনের’ যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১১-১৮৫৮) দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় বাসের নিচে একটি মোটর সাইকেল চাপা পড়ে। তখন আগুন লেগে বাস ও মোটরসাইকেলটি পুড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে, বাসের যাত্রী এক শিশু ও এক নারী নিহত হন। আহত হন আরও ২৬ জন যাত্রী।

এ ঘটনায় নিহত মোটরসাইকেল চালক শামীমের বাবা শামছুল আলম বাদী হয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ওইদিন দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন।

ওসি ইকবাল বাহার বলেন, “বাসের ফিটনেস মেয়াদ উত্তীর্ণ ছিল এবং অদক্ষ চালককে গাড়ি চালাতে দেওয়ায় বাস মালিক ইউসুফ মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। চালককে গ্রেপ্তারেও আমাদের অভিযান অব্যাহত আছে।”