শনিবার ০৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২০ ১৪৩২, ১৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঢাকা-১৩: বিএনপির ববি হাজ্জাজ ও খেলাফতের মামুনুলসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির-বিএনপির মিল্টন, ঢাকা-১০ আসনে রবির মনোনয়ন বৈধ ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা মায়ের দেখানো পথেই দেশ এগিয়ে নেবেন তারেক রহমান: রিজভী কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, একাধিক ফ্ল্যাট-জমি শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এল সোয়া লাখ প্রতিষ্ঠান ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ স্পেনে গ্রেফতার সালভাদরের সাংবাদিক মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্পে হতাহত ১৪

আন্তর্জাতিক

স্পেনে গ্রেফতার সালভাদরের সাংবাদিক

 আপডেট: ১১:১৭, ৩ জানুয়ারি ২০২৬

স্পেনে গ্রেফতার সালভাদরের সাংবাদিক

স্পেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার সময় এল সালভাদরের এক ফটোসাংবাদিককে গ্রেফতার করা হয়। 

গত শুক্রবার আন্তর্জাতিক পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে একটি সাংবাদিক সংগঠন।

সান সালভাদর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সালভাদর প্রেস অ্যাসোসিয়েশন জানায়, গত ছয় মাসে অন্তত ৫০ জন সাংবাদিক এল সালভাদর ছেড়ে পালিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে কুল একনায়ক’ হিসেবে পরিচয় দেন। তার সমালোচনার দায়ে গ্রেফতার হওয়ার ভয়েই সাংবাদিকরা দেশ ছাড়ছেন।

সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, গ্রেফতার হওয়া ওই আলোকচিত্রীর নাম দিয়েগো আন্দ্রেস রোসা রোজালেস (২৫)। 

তিনি সেভিল শহরের একটি পুলিশ স্টেশনে আশ্রয়ের আবেদন জমা দিতে গিয়ে গ্রেফতার হন। বুকেলে সরকারের অনুরোধে ইন্টারপোলের জারি করা এক পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস অ্যাসোসিয়েশনের দাবি, নিজ দেশে রোসা পুলিশের হয়রানি ও হুমকির শিকার হয়েছেন। তার বিরুদ্ধে অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, বুকেলে সরকার সাধারণত স্ট্রিট গ্যাং বা অপরাধী চক্রের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ব্যবহার করে। 

জরুরি অবস্থার সুযোগ নিয়ে বিচার ছাড়াই হাজার হাজার মানুষকে কুখ্যাত সব কারাগারে বন্দি রাখা হয়েছে।

আগামী শনিবার রোসাকে আদালতে হাজির করা হবে। এরপর বিচারক সিদ্ধান্ত নেবেন স্পেন তাকে সালভাদরের কাছে হস্তান্তর করবে কি না।

রোসা এল সালভাদরের প্রভাবশালী সংবাদমাধ্যমের পাশাপাশি বৃটিশ পত্রিকা ‘গার্ডিয়ান’ এবং স্পেনের ‘এল পাইস’-এ কাজ করেছেন।

নিজ দেশে অপরাধী চক্র বা গ্যাং দমনে কঠোর অবস্থানের কারণে বুকেলে বেশ জনপ্রিয়। 

তবে মানবাধিকার কর্মীদের অভিযোগ, গ্যাং দমনের নামে জারি করা জরুরি আইনের অপব্যবহার করে প্রেসিডেন্টের সমালোচকদেরও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।