কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর দামামা বাজার আগেই বড় ধরনের সংকটে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ফলে নিলামে রেকর্ড মূল্যে দল পেলেও এবারের আসরে মাঠে নামা হচ্ছে না ‘ফিজ’-এর।
শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই ইতিপূর্বেই কেকেআর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে, মোস্তাফিজকে আর দলে রাখা সম্ভব নয়।
বিবৃতিতে দেবজিৎ সাইকিয়া আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বোর্ড মনে করছে এই মুহূর্তে মোস্তাফিজকে সরিয়ে নেওয়াই সঠিক সিদ্ধান্ত।’
তবে কেকেআর শিবিরের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়ে তিনি যোগ করেন যে, মোস্তাফিজের বিকল্প হিসেবে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে ভেজাতে চাইলে বোর্ড কেকেআর-কে প্রয়োজনীয় অনুমতি ও সহযোগিতা প্রদান করবে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবই বিসিসিআইয়ের এমন কঠোর অবস্থানের মূল কারণ। রেকর্ড মূল্যে (৯ কোটি ২০ লাখ রুপি) দলে নেওয়া মোস্তাফিজের অনুপস্থিতি কেকেআরের বোলিং আক্রমণের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে বাধ্য করবে। সেই সঙ্গে এটাও নিশ্চিত হলো, এবারের আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দেখা যাবে না।