ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির-বিএনপির মিল্টন, ঢাকা-১০ আসনে রবির মনোনয়ন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবির মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত দেওয়া হয়।
ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবির মনোনয়ন বৈধ ঘোষণা করেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এদিকে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নও বৈধ হয়েছে। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নবাতিল করা হয়েছে।
শনিবার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় এবং কোনো আপত্তি না থাকায় জামায়াতের মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ এবং গণফোরামের একেএম শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো।
অন্যদিকে দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় সিপিবির প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী শামসুল হকের মামলার তথ্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে তার মনোনয়নপত্রের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।