মায়ের দেখানো পথেই দেশ এগিয়ে নেবেন তারেক রহমান: রিজভী
খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
শনিবার (৩ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা রেখে গেছেন, তার সেই দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারব, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারব, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের প্রদর্শিত পথ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবেন নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে।
আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব, যার জন্য প্রায় ৪৫/৪৬ বছর লড়াই করে গেছেন, নিরন্তর সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া।
সকাল সাড়ে ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা।