রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৪ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

ব্রেকিং

ইইউ জানাল—ট্রাম্প বৈঠকের আগেও ইউক্রেন সমর্থন চলবে। গিনির নিরাপত্তা বাহিনীর সশস্ত্র গোষ্ঠী দমনের দাবি। তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

আন্তর্জাতিক

গিনির নিরাপত্তা বাহিনীর সশস্ত্র গোষ্ঠী দমনের দাবি।

 প্রকাশিত: ১১:১৭, ২৮ ডিসেম্বর ২০২৫

গিনির নিরাপত্তা বাহিনীর সশস্ত্র গোষ্ঠী দমনের দাবি।

গিনির নিরাপত্তা বাহিনী জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এমন ‘উসকানিমূলক উদ্দেশ্য’ থাকা একটি সশস্ত্র গোষ্ঠীকে দেশটির রাজধানীতে নিষ্কিয় করেছে বলে জানানো হয়েছে। দেশটির নির্বাচনের একদিন আগে গতকাল শনিবার এক সরকারি বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পশ্চিম আফ্রিকার দেশটিতে আজ রোববার প্রেসিডেন্ট পদে  নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জান্তা নেতা জেনারেল মামাদি ডুম্বুয়াসহ মোট নয়জন প্রার্থী অংশ নিচ্ছেন।

অভ্যন্তরীণ নিরাপত্তার অপারেশনাল কমান্ড পোস্টের এক বিবৃতি বলা হয়েছে, ‘গতকাল শনিবার ভোরে ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কোনাক্রির উপকণ্ঠে একটি স্থাপনায় অভিযান চালায়। এখানে একটি সশস্ত্র গোষ্ঠী অবস্থান করছিল।’ পুলিশ, সেনা ও শুল্ক কর্মকর্তারা এই যৌথ অভিযানে অংশ নেয়।’  

বিবৃতিতে আরও বলা হয়, ‘একাধিক বার গুলিবিনিময়ের পর এই অভিযানে সশস্ত্র গোষ্ঠীটিকে সম্পূর্ণভাবে নিষ্কিয়  করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত বা নির্বাচনের প্রসঙ্গ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, গত শুক্রবার রাত ও গতকাল শনিবার ভোরে কোনাক্রির কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরের সনফোনিয়া এলাকায় গুলির শব্দ শোনা যায়।

তাদের ভাষ্য অনুযায়ী, নির্মাণাধীন একটি মসজিদের কাছে এবং একটি বাড়ির আশপাশে গোলাগুলি হয়েছে। দুটি ভবনের দেয়ালে গুলির চিহ্ন এবং আশেপাশে ‘রক্তের চিহ্ন’ দেখা গেছে।

১৯৫৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে গিনির সামরিক ও কর্তৃত্ববাদী শাসনের এক জটিল ইতিহাস রয়েছে।  দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও বিশ্বব্যাংকের ২০২৪ সালের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

আজ রোববারের নির্বাচনের মাধ্যমে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে চার বছরের অন্তর্বর্তীকালীন সময়ের সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে।

 জেনারেল ডুম্বুয়া নাগরিকদের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ২০২২ সাল থেকে জান্তা সরকার বিক্ষোভ নিষিদ্ধ করেছে। অনেক বিরোধী নেতাকে গ্রেপ্তার, বিচারের মুখোমুখি করা হয়েছে বা নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছে।