ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছে সিএনএন।
এ বিস্ফোরণ প্রত্যক্ষ করার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটির একদল সাংবাদিক বলেছেন, ঘটনার পর শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটি হয়।
সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ বলেন, “একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, সেটির প্রভাবে আমার জানালার কাঁচ কাঁপছিল।”
বিস্ফোরণের পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কারাকাসে অবস্থানরত সিএনএনের সাংবাদিকরা বিস্ফোরণের পর আকাশে বিমানের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। তবে বিস্ফোরণগুলোর কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
একটি ভিডিওতে দেখা গেছে, রাতের আকাশে শহরের আলোকসজ্জার মাঝে দুটি ধোঁয়ার কুন্ডলী উপরে উঠছে। একটি কুন্ডলীর নিচে আগুনের আভা দেখা যায়। এরপর অন্য একটি স্থানে আলোর ঝলকানির পরপরই বিকট শব্দ শোনা যায়।