শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬, পৌষ ১৯ ১৪৩২, ১৩ রজব ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের চাপে ভেনেজুয়েলায় ৮৮ ভিন্নমতাবলম্বীর মুক্তি নববর্ষে প্রাণঘাতী ড্রোন হামলায় ২০ জন নিহতের ঘটনায় ইউক্রেন দায়ী: রাশিয়া ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সংঘর্ষে নিহত ৬ ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ বিএনপি আমলে র‌্যাবকে ‘রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি’, দাবি বাবরের সঞ্চয়পত্রে মুনাফার সর্বোচ্চ সীমা কমলো আওয়ামী লীগ থেকে এসে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের: জামায়াতের লতিফুর রংপুর-১: জাপা প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা, ভাঙচুর ২৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক নিউ ইয়র্কের মেয়র হিসেবে কোরান ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি পাবলিক প্লেসে ধূমপান-তামাক সেবনে জরিমানা ২ হাজার ই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮

আন্তর্জাতিক

ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সংঘর্ষে নিহত ৬

 প্রকাশিত: ১৩:৪২, ২ জানুয়ারি ২০২৬

ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সংঘর্ষে নিহত ৬

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত রোববার রাজধানী তেহরানে এই বিক্ষোভ শুরু হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট শুরু করলে তা দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ইরানের সংবাদ সংস্থা ‘ফার্স’ জানায়, চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে সংঘর্ষে দুইজন এবং পাশের লোরেস্তান প্রদেশের আজনা শহরে তিনজন নিহত হয়েছেন। 

লোরদেগানে উত্তেজিত বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয়, মসজিদ ও ব্যাংকসহ বিভিন্ন প্রশাসনিক ভবনে পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। 

সংস্থাটি জানায়, হামলায় ভবনগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ সেখান থেকে বেশ কয়েকজনকে ‘উসকানিদাতা’ হিসেবে গ্রেফতার করেছে।

অন্যদিকে, ফার্স নিউজ আরও জানায়, আজনা শহরে বিক্ষোভের সুযোগ নিয়ে দাঙ্গাকারীরা একটি থানায় হামলা চালায়। উল্লেখ্য, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রায়ই বিক্ষোভকারীদের ‘দাঙ্গাকারী’ হিসেবে অভিহিত করে থাকে।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় কুহদাশতে রাতের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

লোরেস্তান প্রদেশের উপ-গভর্নর সাঈদ পোরআলি জানান, ২১ বছর বয়সী ওই বাসিজ সদস্য জনশৃঙ্খলা রক্ষার সময় বিক্ষোভকারীদের হাতে নিহত হন। বাসিজ হলো মূলত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী। 

পোরআলি আরও জানান, কুহদাশতের বিক্ষোভে পাথর নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য আহত হয়েছেন।

এছাড়া হামেদান শহরে বিক্ষোভকারীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। 

তাসনিম সংবাদ সংস্থা একে মসজিদে আগুন দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা বলে বর্ণনা করেছে। 

সংস্থাটি আরও জানায়, তেহরানে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত রাতে ৩০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী।