শনিবার ১৫ নভেম্বর ২০২৫, কার্তিক ৩০ ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

 প্রকাশিত: ২৩:১৯, ১৪ নভেম্বর ২০২৫

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : লুক্সেমবার্গে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম লুক্সেমবার্গ সিটির গ্র্যান্ড ডিউক পঞ্চম গিয়োমের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় তিনি বাংলাদেশ ও লুক্সেমবার্গের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ ও জলবায়ু-সম্পর্কিত সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনাবাসিক রাষ্ট্রদূত গ্র্যান্ড ডিউকাল প্যালেসে পূর্ণ কূটনৈতিক সৌজন্যে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন।

অনুষ্ঠানে কোর্ট মার্শাল, লুক্সেমবার্গ রয়্যাল হাউসহোল্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ, রাষ্ট্রদূতের সহধর্মিণী এবং ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে গ্র্যান্ড ডিউক রাষ্ট্রদূতের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মাসুদুল আলম বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার উষ্ণ অভিবাদন ও শুভেচ্ছা পৌঁছে দেন।

আলোচনায় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে রয়েছে বাণিজ্য সম্প্রসারণ, আর্থিক খাতে সহযোগিতা, বাংলাদেশে লুক্সেমবার্গের বিনিয়োগ বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সহযোগিতা, দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন এবং দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথ সংযোগ স্থাপনের সম্ভাবনা।

গ্র্যান্ড ডিউক পুনর্ব্যক্ত করে বলেন, লুক্সেমবার্গও বাংলাদেশের মতো দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অত্যন্ত গুরুত্ব দেয়।

বৈঠকে গ্র্যান্ড ডিউক আন্তরিকভাবে স্মরণ করেন, তিনি ও তাঁর পরিবারের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ববর্তী সাক্ষাৎ-আলাপের কথা। তিনি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দেন, তাঁর মা মারিয়া তেরেসার উদ্যোগে শুরু হওয়া কাজ—বিশেষ করে ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি—অব্যাহত রাখা হবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাষ্ট্রদূত মাসুদুল আলম গ্র্যান্ড ডিউককে নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান