মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৭ ১৪৩২, ১১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এবার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক একনেকে জুলাই শহীদ পরিবারের আবাসনসহ ১৭ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু আদালতের রায়কে ‘প্রহসন’ বললেন টিউলিপ তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল কেমন আছেন খালেদা জিয়া? ‘বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান ফখরুলের খালেদার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন: ফখরুল খালেদা জিয়ার অবস্থার উন্নতি, নিচ্ছেন তরল খাবার আন্দোলনে শিক্ষকরা, অধিকাংশ সরকারি স্কুলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া রেহানার প্লট দুর্নীতি: খুশি নন খুরশীদের আইনজীবী, দুদকও অসন্তুষ্ট বাংলাদেশে প্লট দুর্নীতিতে দোষী সাব্যস্ত ব্রিটিশ এমপি টিউলিপ এশিয়ার বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, মৃতের সংখ্যা প্রায় ১,০০০ হাসিনার ৫ রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়িয়ে গেল

 আপডেট: ১৯:৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়িয়ে গেল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১৪ জন মারা গেছেন। তাতে করে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৮০৪ এ দাঁড়াল। 

এই একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন আরও ২ হাজার ৫৯৮ জন রোগী। এই বছর এ নিয়ে ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

এই বছর ডেঙ্গু খুব ভয়াবহ আকার ধারণ করেছে। বেশ আগেই চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যার দিক দিয়ে আগের সব বছরের রেকর্ডকে পেছনে ফেলে এসেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ একদিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ৫৯৮ জনের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৮৮১ জন, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৭১৭ জন। 

বর্তমানে ৯ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর ৪ হাজার ১৬ জন ঢাকার হাসপাতালে এবং ৫ হাজার ৮৭৫ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন। 

এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন।