বুধবার ২১ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা বাংলাদেশের সমর্থনে আইসিসিতে চিঠি পিসিবির ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী সংসদ নির্বাচন: প্রচারে নামার আগে মার্কা নিচ্ছেন প্রার্থীরা ‘ছোট’ প্রযুক্তিগত সমস্যা: ট্রাম্পের দাভোসগামী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়িয়ে গেল

 আপডেট: ১৯:৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়িয়ে গেল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১৪ জন মারা গেছেন। তাতে করে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৮০৪ এ দাঁড়াল। 

এই একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন আরও ২ হাজার ৫৯৮ জন রোগী। এই বছর এ নিয়ে ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

এই বছর ডেঙ্গু খুব ভয়াবহ আকার ধারণ করেছে। বেশ আগেই চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যার দিক দিয়ে আগের সব বছরের রেকর্ডকে পেছনে ফেলে এসেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ একদিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ৫৯৮ জনের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৮৮১ জন, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৭১৭ জন। 

বর্তমানে ৯ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর ৪ হাজার ১৬ জন ঢাকার হাসপাতালে এবং ৫ হাজার ৮৭৫ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন। 

এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন।