গত ২৪ ঘণ্টায় করোনায় ৯৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৭৫ হাজার
প্রকাশিত: ০৮:৫০, ২৩ নভেম্বর ২০২২

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯৩৮ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৬৩ জন। এতে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৮ হাজার ৮৪৫ জনে।
এছাড়াও মোট শনাক্ত হয়েছেন ৬৪ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ১২২ জন।
বুধবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।
জাপানে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ১৪৪ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ২ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৮ হাজার ৪৮২ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ১৯৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২ লাখ ৭৯ হাজার ৬১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৩ হাজার ৩৫৩ জন মারা গেছেন।
মন্তব্য করুন: