ট্রাম্পের নববর্ষের পার্টিতে অতিথিদের মধ্যে নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিলাসবহুল মার-আ-লাগো রিসোর্টে আয়োজিত জাঁকজমকপূর্ণ নববর্ষের পার্টিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আতিথ্য দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবির সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার পাম বিচে অবস্থিত ট্রাম্পের বাসভবনে পৌঁছান নেতানিয়াহু।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বুধবার রাতে রক্ষণশীল প্রভাবক মাইকেল সোলাকিয়েভিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে দেখা যায়, টাক্সিডো পরিহিত ট্রাম্পের পাশে পার্টিতে উপস্থিত ছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
এর আগে, সোমবার গাজা যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক ভূ-রাজনৈতিক ইস্যু নিয়ে বৈঠকের সময় ট্রাম্প মজা করে নেতানিয়াহুকে নববর্ষের পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর কথা বলেছিলেন।
পার্টির অতিথি তালিকায় ছিলেন— ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ও সাবেক নিউইয়র্কের মেয়র রুডি জুলিয়ানি, সংযুক্ত আরব আমিরাতের বিলিয়নিয়ার হুসেইন সাজওয়ানি, ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প ও ডন জুনিয়র।
এ ছাড়া ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন—হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম ও হোয়াইট হাউসের উপ-প্রধান চিফ অব স্টাফ ড্যান স্কাভিনো।
গত অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের প্রথম বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা আশঙ্কা করছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে গড়িমসি করছেন।
এই সপ্তাহে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মতানৈক্যের খবরকে খাটো করে দেখান ট্রাম্প।
তিনি বলেন, ইসরাইল তাদের প্রতিশ্রুতি ‘রক্ষা করেছে’ এবং এখন প্রতিশ্রুতি রক্ষার এই দায়িত্ব ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ওপর।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘ইসরাইল যা করছে, তা নিয়ে আমি কোনোভাবেই উদ্বিগ্ন নই।’
চলতি বছর ক্ষমতায় ফেরার পর, যুক্তরাষ্ট্রে এটি ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পঞ্চম বৈঠক বলে জানা গেছে।