বুধবার ১৫ অক্টোবর ২০২৫, আশ্বিন ৩০ ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

শিশু

টঙ্গীতে ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার, পরিবারে শোকের ছায়া

 প্রকাশিত: ২১:৫৯, ১৮ এপ্রিল ২০২৫

টঙ্গীতে ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ছয় বছর বয়সি এক মেয়ে ও চার বছর বয়সি এক ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই শিশুই আপন ভাইবোন।

শুক্রবার বিকালে টঙ্গীর আরিচপুর রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

নিহতরা হলেনমালিহা (৬) ও আব্দুল্লাহ (৪)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, নিহতদের বাবা আব্দুল বাতেন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত এবং পরিবার নিয়ে ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে বাবা-মা ও দাদি একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর মা সালেহা বেগম একটি কক্ষে ঘুমিয়ে পড়েন, দাদি উপর তলার ফ্ল্যাটে বেড়াতে যান এবং বাবা বাইরে বেরিয়ে যান।

কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে মা সালেহা খোলা দরজা দেখতে পান এবং অন্য কক্ষে গিয়ে সন্তানদের রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

চিৎকার শুনে দাদি ও আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত বাবাকে খবর দেন। পরে পুলিশে খবর দেওয়া হলে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুদের লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুর্বৃত্তরা ফ্ল্যাটে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শিশুদের নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। সুরতহাল প্রতিবেদনেও এমন আলামতের উল্লেখ রয়েছে।

ওসি ফরিদুল ইসলাম জানান, “শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিরাপত্তার চাদরে ঘেরা আবাসিক এলাকায় এমন বর্বর হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা বা অন্য কোনো মোটিভ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সম্ভাব্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।