বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৯ ১৪৩২, ১২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়া-তারেককে নিয়ে এভারকেয়ারের সামনে গুজবের ছড়াছড়ি তারেক এখনও ট্রাভেল পাস চাননি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট টঙ্গীতে দোয়া-মোনাজাতে শেষ হলো পাঁচ দিনের ‘জোড় ইজতেমা’ খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ খালেদা জিয়ার ‘ভিভিআইপি মর্যাদা’ কার্যকরের নির্দেশ সরকারের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ ভোটের প্রস্তুতিতে ‘সন্তুষ্ট’ ইইউ, পর্যবেক্ষণে থাকবে বড় দল: রাষ্ট্রদূত মিলার প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১০ জন ইউক্রেন চুক্তি নিয়ে ‘খুবই আশাবাদী’ হোয়াইট হাউস ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতি চমৎকার : চিকিৎসক দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের প্রেরণার উৎস: তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন হিলি দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ মাদুরোর ‘অনেক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন’ ট্রাম্প বন্যা কেড়ে নিয়েছে ইন্দোনেশিয়ার অনেকের মাথা গোঁজার ঠাঁই সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

ইসলাম

“কারা কারা মাহরাম, যাদের সঙ্গে পর্দা করা বাধ্যতামূলক নয়?”

 প্রকাশিত: ০৭:৩৪, ৩ ডিসেম্বর ২০২৫

“কারা কারা মাহরাম, যাদের সঙ্গে পর্দা করা বাধ্যতামূলক নয়?”

প্রশ্নআমার চাচা তাবলীগ করেন। তিনি পর্দাপুশিদার ব্যাপারে বেশ যত্নবান। তিনি আমার চাচাতো বোনকে চাচাতো বোনের মায়ের মামার সামনে যেতে নিষেধ করেছেন এবং তার সাথে পর্দা করার কথা বলেছেন। আমার এক পরিচিত আলেমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মায়ের মামার সাথে পর্দা করতে হয় না। আমি জানতে চাচ্ছি, তার কথা কি ঠিক? আর কাদের কাদের সাথে একজন পুরুষকে পর্দা করতে হয় না অর্থাৎ কাদের সাথে দেখা-সাক্ষাত করা বৈধ? এর একটি তালিকা দিলে আমার মত আরো অনেকে উপকৃত হত।

উত্তরউক্ত আলেম ঠিকই বলেছেন। মায়ের মামা মাহরামের অন্তর্ভুক্ত। তাই তার সাথে পর্দা নেই। আর একজন পুরুষের জন্য যে সব নারীদের সাথে পর্দা নেই, অর্থাৎ মাহরাম নারীদের তালিকা নিম্নরূপ :

* মা, দাদী, নানী, দাদী ও নানীর মা এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।

* মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যা সন্তানরা।

* বোন। (সহোদরা, বৈপিত্রেয় ও বৈমাত্রেয়-সকল বোন এর অন্তর্ভুক্ত)

* ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ের মেয়ে ও তাদের অধস্তÍনরা। এবং বোনের মেয়ে, বোনের মেয়ের মেয়ে ও তাদের অধস্তÍনরা। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাই ও বোনের মেয়েও এর অন্তর্ভুক্ত)

* ফুফু। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ফুফুও এর অন্তর্ভুক্ত)

* খালা। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় খালাও এর অন্তর্ভুক্ত)

* সৎ মা এবং দুধ পিতার স্ত্রী।

* আপন ছেলে ও দুধ সম্পর্কের ছেলের স্ত্রী, নাতির স্ত্রী এবং অধস্তন সন্তানের স্ত্রীরা।

* দুধ মা, দুধ নানী, দুধ দাদী এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।

* দুধ বোন, দুধ ভাইয়ের মেয়ে, দুধ বোনের মেয়ে।

* দুধ সম্পর্কের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যা সন্তানেরা।

* দুধ পিতার বোন।

* শাশুড়ি (স্ত্রীর আপন মা), দাদী শাশুড়ি, নানী শাশুড়ি এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ এবং স্ত্রীর দুধ মা, দুধ দাদী এবং দুধ নানী।

* স্ত্রীর অন্য ঘরের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তনরা।

-সূরা নিসা : ২৩; সহীহ বুখারী, হাদীস ২৬৪৫; মুসতাদরাক, হাকিম, হাদীস ৩২৪৩;  কিতাবুল আছল ৪/৩৫৭-৩৬০; ফাতওয়া খানিয়া ১/৩৬০; বাদায়েউস সানায়ে ২/৫৩০; আলমুহীতুল বুরহানী ৪/১০৬; আলবাহরুর রায়েক ৩/৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩

মাসিক আলকাউসার