মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৮ ১৪৩২, ১১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়া-তারেককে নিয়ে এভারকেয়ারের সামনে গুজবের ছড়াছড়ি তারেক এখনও ট্রাভেল পাস চাননি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট টঙ্গীতে দোয়া-মোনাজাতে শেষ হলো পাঁচ দিনের ‘জোড় ইজতেমা’ খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ খালেদা জিয়ার ‘ভিভিআইপি মর্যাদা’ কার্যকরের নির্দেশ সরকারের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ ভোটের প্রস্তুতিতে ‘সন্তুষ্ট’ ইইউ, পর্যবেক্ষণে থাকবে বড় দল: রাষ্ট্রদূত মিলার প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১০ জন ইউক্রেন চুক্তি নিয়ে ‘খুবই আশাবাদী’ হোয়াইট হাউস ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতি চমৎকার : চিকিৎসক দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের প্রেরণার উৎস: তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন হিলি দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ মাদুরোর ‘অনেক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন’ ট্রাম্প বন্যা কেড়ে নিয়েছে ইন্দোনেশিয়ার অনেকের মাথা গোঁজার ঠাঁই সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

রাজনীতি

শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সচেতনভাবে ভোট দিন : মঞ্জু

 প্রকাশিত: ২০:০৮, ২ ডিসেম্বর ২০২৫

শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সচেতনভাবে ভোট দিন : মঞ্জু

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): শিশুদের জন্য নিরাপদ ও অধিকারসম্মত বাংলাদেশ গড়তে রাজনৈতিক সংস্কৃতি বদলে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

 

আজ রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে ইউনিসেফ আয়োজিত ‘চাইল্ড রাইটস ম্যানিফেস্টো’তে রাজনৈতিক দলগুলোর সম্মতি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

 

তিনি বলেন, রাষ্ট্র এখনো স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন ও নিরাপদ পানির মতো শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক। এসব মৌলিক বিষয়ে আজও আলোচনা করতে হচ্ছে, যা হতাশাজনক।

 

মঞ্জু বলেন, ‘রাজনৈতিক মতভেদ থাকলেও শিশুদের কল্যাণের প্রশ্নে সবার অবস্থান একই হওয়া উচিত। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় শিশু ছিলাম। তাই চাই আজকের শিশুরাও আনন্দময় শৈশব পাক। ইউনিসেফ শৈশবকে আনন্দময় করতে যে ১০ দফা অঙ্গীকার ঘোষণা করেছে, তার সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি।’

 

তিনি আরও বলেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় অন্ধ আনুগত্যের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। দল, মত, আদর্শ বা নেতার প্রতি অন্ধ সমর্থন কিংবা শুধু প্রতীক দেখে ভোট দিলে চলবে না। ভোট দেওয়ার সময় আমাদের শিশুদের ভবিষ্যৎকে প্রাধান্য দিতে হবে।

 

অনুষ্ঠানে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আন্তর্জাতিক বিভাগের প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, শ্যাডো অ্যাফেয়ার্সের সদস্য ইমরান মাহমুদ এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম।