মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৮ ১৪৩২, ১১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়া-তারেককে নিয়ে এভারকেয়ারের সামনে গুজবের ছড়াছড়ি তারেক এখনও ট্রাভেল পাস চাননি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট টঙ্গীতে দোয়া-মোনাজাতে শেষ হলো পাঁচ দিনের ‘জোড় ইজতেমা’ খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ খালেদা জিয়ার ‘ভিভিআইপি মর্যাদা’ কার্যকরের নির্দেশ সরকারের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ ভোটের প্রস্তুতিতে ‘সন্তুষ্ট’ ইইউ, পর্যবেক্ষণে থাকবে বড় দল: রাষ্ট্রদূত মিলার প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১০ জন ইউক্রেন চুক্তি নিয়ে ‘খুবই আশাবাদী’ হোয়াইট হাউস ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতি চমৎকার : চিকিৎসক দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের প্রেরণার উৎস: তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন হিলি দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ মাদুরোর ‘অনেক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন’ ট্রাম্প বন্যা কেড়ে নিয়েছে ইন্দোনেশিয়ার অনেকের মাথা গোঁজার ঠাঁই সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

ইসলাম

সিরাতে নববীর আলোকে জীবনকে রাঙিয়ে তুলুন’

 প্রকাশিত: ২০:১৫, ২ ডিসেম্বর ২০২৫

সিরাতে নববীর আলোকে জীবনকে রাঙিয়ে তুলুন’

‎রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুকরণের মাঝেই রয়েছে প্রকৃত কল্যাণ ও চির মুক্তি। তাই প্রতিটি মুসলমানকেই ব্যক্তিজীবনে যেমন রাসুলের আদর্শ অনুকরণ করা চাই ঠিক তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও যদি নববী আদর্শের আলোকে জীবন সাজাতে পারে তবে কোথাও থাকবেনা কোনো অশান্তি, দুরাচার, হানাহানি ও লুটতরাজ। বরঞ্চ সমাজের সর্বত্র শান্তি ও সমৃদ্ধি বিরাজমান হবে। আর, এর একমাত্র উপায় হল খেলাফত শাষনব্যবস্থা কায়েম করার লক্ষ্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো।‎

 

‎ বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমান এসব কথা বলেন।

 

খেলাফত আন্দোলনের এই নেতা বলেন, বর্তমান সমাজে সিরাত চর্চা না থাকার ফলে নবীর সুমহান আদর্শ ও খেলাফত শাসনব্যবস্থা এবং তার সুফল সম্পর্কে আমাদের অনেকে জানেই না।

 

 

‎তাই সমাজের সর্বস্তরের সকলকে রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরণ ও এ সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আগামীকাল ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, পল্টন টাওয়ার এর ৪র্থ তলায় ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তন-এ এক সিরাত সম্মেলনের আয়োজন করেছে।

 

‎এছাড়াও ঘরে ঘরে সিরাত চর্চার উদ্যোগকে সামনে রেখে ঢাকা মহানগর রাসূলে আারাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি জীবনভিত্তিক সিরাত কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছিল। আগামীকাল অনুষ্ঠিতব্য সিরাত সম্মেলনে বিদগ্ধ আলেম ও সিরাত গবেষকগণ সিরাতের ওপর আলোচনা পেশ করবেন এবং কুইজ বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে ইনশাআল্লাহ।

 

‎সিরাতের সৌরভে সুরভিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি জীবনের চেতনায় উজ্জীবিত হতে মাওলানা মাহবুব সকলকে উক্ত সম্মেলন যোগদান করার আহ্বান জানান।