মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৮ ১৪৩২, ১১ জমাদিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মাদুরোর ‘অনেক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন’ ট্রাম্প

 প্রকাশিত: ১২:০৬, ২ ডিসেম্বর ২০২৫

মাদুরোর ‘অনেক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন’ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনেক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন, গত মাসে এক সংক্ষিপ্ত ফোন কলে এ ঘটনা ঘটেছে। আর তারপর থেকে ভেনেজুয়েলার নেতার সামনে পদত্যাগ ও মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার অধীনে দেশত্যাগ করা ছাড়া অন্য বিকল্পগুলো ফুরিয়ে এসেছে বলে বিষয়টি সম্পর্কে জ্ঞাত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

কয়েক মাস ধরে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের পর ২১ নভেম্বর টেলিফোনে দুই নেতার মধ্যে ১৫ মিনিট ধরে ওই কথোপথকন হয়।

তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফোনে মাদুরো ট্রাম্পকে বলেন, তিনি ভেনেজুয়েলা ত্যাগ করবেন, যদি তাকে ও তার পরিবারের সদস্যদের পূর্ণ আইনি ক্ষমা মঞ্জুর করা হয়, এর সঙ্গে সব মার্কিন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়া হয়।

এর পাশাপাশি তিনি ভেনেজুয়েলার শতাধিক সরকারি কর্মকর্তার ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেন। এই কর্মকর্তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।

ওই সূত্রগুলোর মধ্যে দুইজনের ভাষ্য অনুযায়ী, মাদুরো জানিয়েছেন যে তার পদত্যাগের পর নতুন নির্বাচনের আগ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ একটি অন্তর্বর্তী সরকার পরিচালনা করবে।

ট্রাম্প এসব অনুরোধের অধিকাংশই প্রত্যাখ্যান করেন আর মাদুরোকে বলেন, তিনি পরিবারের সদস্যসহ ভেনেজুয়েলা ছেড়ে পছন্দের গন্তব্যে চলে যেতে এক সপ্তাহ সময় পাবেন।

ট্রাম্পের দেওয়া ওই ‘এক সপ্তাহ’ সময়কাল শুক্রবার শেষ হয়েছে। এরপর শনিবার ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা করেন, জানিয়েছে দুটি সূত্র।

রয়টার্সের আগে মায়ামি হেরাল্ড দুই নেতার কথোপকথনের বেশ কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করেছিল। কিন্তু শুক্রবারের সময়সীমার কথা এর আগে প্রকাশ পায়নি।

রোববার ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি মাদুরোর সঙ্গে কথা বলেছেন। তবে আর বিস্তারিত কিছু জানাননি। হোয়াইট হাউজ এই ফোন কলের বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে রাজি হয়নি।

এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গত মাসে ট্রাম্প মাদুরোর সঙ্গে কথা বলেছিলেন আর তাতে যুক্তরাষ্ট্রে তাদের মধ্যে সম্ভাব্য একটা বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছিল; এ রকম একটা প্রতিবেদন প্রথম প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস।

ট্রাম্প ভেনেজুয়েলা নিয়ে আক্রমণাত্মক ও উত্তেজনাকর বক্তব্য চালিয়ে যাওয়ার পাশাপাশি কূটনীতির সম্ভাবনাও তুলে ধরছিলেন, এর মধ্যেই ওই ফোন কলের কথা প্রকাশ পেল।, মাদুরো ও তার প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরা ট্রাম্পের ফোন কল নিয়ে কোনো মন্তব্য করেননি।