নির্বাচন: লটারিতে ৫২৭ ওসির বদলি ভাগ্য নির্ধারণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার পুলিশ সুপারের পর ৫২৭টি থানার ওসিও লটারির মাধ্যমে পরিবর্তন এনেছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ লটারি অনুষ্ঠিত হওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জেলার পুলিশ সুপার এবং থানার ওসি বদলিতে লটারির আশ্রয় নিল সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগেই বলেছিলেন পুলিশ সুপার এবং ওসি বদলি নির্বাচনের আগেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।
পুলিশের ঢাকা রেঞ্জের এক কর্মকর্তা বলেন, লটারিতে ওসিদের বদলির আগে তাদের কাছ থেকে একটি তালিকা চেয়েছিল পুলিশ সদর দপ্তর। ‘সৎ ও যোগ্য’ পুলিশ অফিসার ছাড়াও যারা বিগত সরকারের সময় নির্বাচনে অংশ নেয়নি, এমন তালিকা চাওয়া হয়।
তবে এ তালিকায় মহানগর পুলিশের ১১০টি থানার নাম নেই।
ওসি বদলির তালিকায় ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৮ থানা, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার ১১১ থানা, খুলনা রেঞ্জের ১০টি জেলার ৬৪ থানা, ময়মনসিংহ রেঞ্জের চার জেলার ৩৬ থানা, বরিশাল রেঞ্জের ছয় জেলার ৪৬ থানা, সিলেট রেঞ্জের চার জেলার ৩৯ থানা, রাজশাহী রেঞ্জের আট জেলার ৭১ থানা এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানা রয়েছে।
তার আগে ২৫ নভেম্বর সব জেলার পুলিশ সুপার লটারির মাধ্যমে বদলি করা হয়।
এর আগে গত ৬ অগাস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের আগে সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেদিন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। পুলিশের ক্ষেত্রে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য।
তফসিলের পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত চিঠি দিয়ে থাকে ইসি। নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি শিগগিরই ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে।
তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাতে এলে সব ডিসি-এসপিকে একযোগে বদলির দাবি সম্প্রতি ইসির কাছে তুলে ধরেছে জামায়েতে ইসলাম। সেক্ষেত্রে প্রয়োজনে লটারির মাধ্যমে প্রশাসন ও পুলিশে বদলি করার পরামর্শ দিয়েছেন দলটির নেতারা।