শনিবার ২২ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৮ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ‘আধিপত্যের জেরে’ কৃষককে গুলি করে হত্যা

 প্রকাশিত: ১১:০৮, ২২ নভেম্বর ২০২৫

কুষ্টিয়ায় ‘আধিপত্যের জেরে’ কৃষককে গুলি করে হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভেড়ামারা থানার ওসি আব্দুর রউফ তালুকদার।

নিহত রেফাজুল ইসলাম (৫০) রায়টা নতুনপাড়া এলাকার জামাত মণ্ডলের ছেলে এবং আহত লালন মণ্ডল (৪৫) একই এলাকার কালু মাঝির ছেলে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে রেফাজুল ও লালন স্থানীয় দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল নিহত হন। গুলিবিদ্ধ হন লালন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বেশকিছু দিন ধরেই এলাকায় জায়গা জমি ও বালু মহলের দখল নেয়াকে কেন্দ্র করে নিজেদের অস্তিত্ব জানান দিতে পক্ষগণের মধ্যে গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হত্যাকাণ্ডের মতো একাধিক ঘটনা ঘটে চলেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার বলেন, আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।

যারাই এ ঘটনায় জড়িত থাক তাদের শনাক্তকরণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।