মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘রাষ্ট্রদ্রোহ’: বিচারের জন্য প্রস্তুত হাসিনাসহ ২৮৬ জনের মামলা নভেম্বরে ঢাকায় ১৭ ককটেল বিস্ফোরণ, ৯ যানবাহনে আগুন আমিরাতে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ মামুন হত্যা: আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারকে চিঠি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২ ৫ ক্যাচ ছাড়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি ৮ উইকেট ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: উপদেষ্টা গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে মামুনের শরীরে ৭ গুলির চিহ্ন, ৬টিই ছেদ করে বেরিয়ে যায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কমতে পারে আরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু গভীর রাতে ঢাকায় ৩ বাসে আগুন

খেলা

ফাইনালের পথে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

 প্রকাশিত: ২০:১৫, ১১ নভেম্বর ২০২৫

ফাইনালের পথে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫-এর বাংলাদেশের প্রথম পদকের সম্ভবনা জাগিয়ে তুলেছেন কুলসুম আক্তার মনি। কম্পাউন্ড নারী এককের সেমি-ফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আরচ্যার। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার তিনি মুখোমুখি হবেন ভারতের প্রদীপ প্রিথিকার।

কুলসুম আক্তার ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২-১৪০ ব্যবধানে হারান। কোয়ার্টার-ফাইনালে কুলসুম কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার বিপক্ষে জিতেন ১৪৬-১৪৪ পয়েন্টে। 

সেমি-ফাইনালে ভালো কিছু করার আশাবাদ জানিয়ে কুলসুম বলেন, “আমার ইভেন্ট থেকে সতীর্থরা সবাই বিদায় নিয়েছে, তবে আমি টিকে আছি বলে কোনো চাপ অনুভব করছি না।

চাপ কেন নিব? এতদিন আমরা পরিশ্রম করেছি একটা কিছু পাওয়ার জন্যই। তাই সেমি-ফাইনালেও আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব। এই পতাকার জন্যই খেলি, নিজের দেশের হয়ে খেলা আলাদা শান্তি।

“আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ভাইরাল হতে চাই না। হাইলাইট হতে চাই না। আমাকে হাইলাইট হতে হবে নিজের যোগ্যতা দিয়ে, আমার সাফল্য দিয়ে। আমি চাই যোগ্যতার কারনে যেন সারা পৃথিবী আমাকে জানে।” 

কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের বাকি দুইজনের মধ্যে পুষ্পিতা জামান দক্ষিণ কোরিয়ার পার্ক জং উনের বিপক্ষে টাইব্রেকে ১৪২-১৪২ (১০-১০+) জয়ের পর কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার কাছে ১৪৫-১৪৩ স্কোরে হেরে ছিটকে যান ১/৮ থেকে। এই ইভেন্টে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল বন্যা আক্তারের কাছে। 

ইরানের আশেকজাহেদ ওসকুয়েই বিতার কাছে ১৪১-১৩৯ স্কোরে হেরে বন্যা বিদায় নিয়েছেন ১/১৬ থেকে।

নারী ইভেন্টে ভাল করলেও রিকার্ভ পুরষ এককে হতাশই হতে হয়েছে বাংলাদেশকে। বাই পেয়ে ১/২৪ এর ম্যাচে চাইনিজ তাইপের লিউ তাই ইয়েনকে ৬-৪ সেট পয়েন্টে (২৫-২৬, ২৬-২৬, ২৮-২৭, ২৮-২৮, ২৭-২৯) হারিয়ে ভালো শুরু করেছিলেন রাকিব মিয়া। ১/১৬-এর লড়াইয়ে ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগেকে ৬-৪ সেট পয়েন্টে (২৮-২৯, ২৫-২৬, ২৭-২৪, ২৯-২৮, ২৭-২৯) হারিয়ে ১/৮-এর মঞ্চে উঠেছিলেন তিনি। 

কিন্তু দক্ষিণ কোরিয়ার জ্যাং চায়েওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৯, ২৬-২৬, ২৯-২৮, ২৬-২৯, ২৭-২৯) হেরে বিদায় নেন রাকিব।

শুরুতে আনন্দ থাকলেও শেষটা নিয়ে হতাশ রাকিব বলেন, “ভারতের আরচ্যারকে হারানোর পরও আমি ভেবেছি, আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। তবে আত্মবিশ্বাস বেড়েছিল।

শেষটা নিয়ে সন্তুষ্ট নই, মোটামুটি পারফর্ম করেছি। আসলে দক্ষিণ কোরিয়ানরা তো আমাদের চেয়ে ভালো। মূলত তাদের সাথে আমাদের মানসিক সামর্থ্যরে তফাৎ আছে। আমরা যথেষ্ট পরিশ্রম করি, তবে মানসিক শক্তি বাড়াতে পারলে আমরা আগামীতে আরও ভালো করতে পারব।”

রিকার্ভ এককে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ১/২৪-এ মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্দিকে ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৯, ২৭-২৭, ২৫-২৭, ৩০-২৮, ২৯-২৩) হারান। এরপর ১/১৬ তে দক্ষিণ কোরিয়ার জ্যাং জিহোর বিপক্ষে আলিফ জিতেন ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৮, ২৮-২৭, ২৪-৩০, ২৯-২৬, ২৬-২৬)। কিন্তু কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের কাছে ৭-৩ সেট পয়েন্টে (২৮-২৭, ২৭-২৯, ২৭-২৮, ২৯-২৯, ২৯-৩০) হেরে ১/৮-এর মঞ্চ থেকে বিদায় নেন আলিফ।

রিকার্ভ পুরুষ এককে অংশ নেওয়া বাংলাদেশের চার আরচ্যারই ছিটকে গেছেন। বাই পেয়ে সোমবার এলিমিনেশন রাউন্ড শুরু করা সাগর ইসলাম ১/২৮ থেকে বিদায় নিয়েছেন ভিয়েতনামের  লে কুয়োক ফোংয়ের কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৬, ২৫-২৮, ২৯-২৭, ২৭-২৮, ২৭-২৪) হেরে। এ ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী রাম কৃষ্ণ সাহা বাই পেয়ে শুরু করেছিলেন ১/১৬ থেকে, সেখানে লে কুয়োক ফোংকে ৬-৫ সেট পয়েন্টে (২৮-২৯, ২৭-২৮, ২৭-২৫, ২৭-২২, ২৭-২৭) হারান তিনি। এরপর ১/৮-এর লড়াইয়ে রাম কৃষ্ণ ৬-৪ সেট পয়েন্টে (২৭-২৫, ২৮-২৮, ৩০-২৭, ২৭-২৮, ২৮-২৮) ভারতের রাহুলের কাছে হেরে যান। ।

রিকার্ভ মহিলা একক থেকে বাংলাদেশের চার আরচ্যারই বিদায় নিয়েছেন। সোনালি রায় ১/১৬-এর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহির কাছে ৬-০ সেট পয়েন্টে (২৯-২৫, ৩০-২২, ২৯-২৭), শিমু ভারতের অঙ্কিতা ভাকাতের কাছে ৭-১ সেট পয়েন্টে (৩০-২৩, ২৯-২৫, ২৬-২৬, ২৮-২৭), ইতি খাতুন ভারতের অংশিকা কুমারির কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৫-২৪, ২৫-২৯, ২৮-২৬, ২৭-২৮, ২৭-২৫) ও মনিরা আক্তার মালয়েশিয়ার মোহামাদ জাইরি আরিয়ানা নুর দিয়ানার কাছে ৬-২ সেট পয়েন্টে (২৫-২৬, ২৭-২৭, ২৭-২৭, ২৪-২৭) হেরেছেন। 

কম্পাউন্ড পুরুষ এককে আগেই বিদায় নিয়েছিলেন নাওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা ও মোহাম্মাদ আশিকুজ্জামান। বাকি ছিল হিমু বাছাড়ের খেলা। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বাই পাওয়া হিমু মঙ্গলবার ১/১৬-এর লড়াইয়ে ভূটানের গাইতসে তেশিতুমের কাছে ১৪৩-১৪১ স্কোরে হেরে ছিটকে যান।

রিকার্ভ মহিলা দলগত বিভাগে ইরানকে ৫-৪ সেট পয়েন্টে (৩৯-৫৫, ৫২-৫১, ৪৯-৫৪, ৫৫-৫১) হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু সেমি-ফাইনালে ওঠার লড়াই ইতি-সোনালি-শিমুকে নিয়ে গড়া দল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় ৬-০ সেট পয়েন্টে (৫৬-৫০, ৫৩-৫১, ৫৫-৫৩)।

রিকার্ভ মহিলা দলগত বিভাগে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়া।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে এলিমিনেশন রাউন্ডের শুরুতেই ছিটকে গেছে বাংলাদেশ। আশিকুজ্জামান-হিমু বাছাড়-নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গড়া দল ২৩৪-২৩০ স্কোরে (৫৯-৫৯, ৫৪-৫৯, ৫৭-৫৮, ৬০-৫৮) হেরেছে চাইনিজ তাইপের কাছে।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩৫ সমতায় শেষের পর টাইব্রেকারে তিন তীর ছোঁড়ার লড়াইয়ে ৩০-২৯ স্কোরে জেতে দক্ষিণ কোরিয়া।