ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই উইলিয়ামসন
টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলবেন না নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। তাকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেটসি)।
এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি উইলিয়ামসন। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন তিনি। ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচে যথাক্রমে- শূন্য ও ২১ রান করেন উইলিয়ামসন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না এই ডান-হাতি ব্যাটার। মূলত ২ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন উইলিয়ামসন।
এদিকে পায়ের পেশির ইনুজরির কারণে ইংল্যান্ড সিরিজে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি ম্যাট হেনরি। সুস্থ হয়ে আবারও দলে ফিরেছেন তিনি।
ইংল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়া কাইল জেমিসনের জায়গায় দলে সুযোগ পান আরেক পেসার ব্লেয়ার টিকনার। আড়াই বছর পর দলে ফিরে দুই ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে দু’বারই ম্যাচ সেরা হন তিনি। এ কারনেই দলে জায়গা ধরে রেখেছেন টিকনার। ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন জেমিসনও।
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও মোহাম্মাদ আব্বাস, ফিন অ্যালেন, লুকি ফার্গুসন, এডাম মিলনে, উইল ও’রোক, বেন সিয়ার্স ও গ্লেন ফিলিপসকে পাচ্ছে না নিউজিল্যান্ড।
আগামী ১৬ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।