শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, কার্তিক ২৩ ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ইউক্রেনে রাশিয়ান সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল আমজনতার দলের নিবন্ধন অবশ্যই প্রাপ্য: রিজভী ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ পাখি খাদ্যের ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে পপি বীজ এনে ধরা মার্জারে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের বাংলাদেশে ‘আপাতত’ আসা হচ্ছে না জাকির নায়েকের হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিন হাই কোর্টে দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু ময়মনসিংহে হত‍্যা মামলায় ৩ জনের ফাঁসি

খেলা

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পিছিয়ে বাংলাদেশ

 প্রকাশিত: ১৯:৩৩, ৭ নভেম্বর ২০২৫

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পিছিয়ে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশের যুবারা।

বৃষ্টি আইনে ৫ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হবার পর, তৃতীয় ম্যাচ ১০২ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় আফগানিস্তান। 

রাজশাহীতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফয়সাল সিনোজাদার শতকে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৮ রান করে আফগানিস্তান। 

তিন নম্বরে নেমে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১৬ বলে ১১২ রান করে ফয়সাল। 

তৃতীয় উইকেটে উজাইরুল্লাহ নিয়াজির সাথে ১২১ রানের জুটি গড়েন ফয়সাল। নিয়াজি ৭২ রানে আউট হন। 

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৫১ রানে ৬ উইকেট নেন। সিরিজের প্রথম ওয়ানডেতেও ৫৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। 

জবাব দিতে নেমে অষ্টম ওভারে ৪০ রানে ৬ উইকেট হারিয়ে শুরুতেই লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর ১০৮ রানের জুটিতে বাংলাদেশকে লড়াই রাখেন আব্দুল্লাহ ও দেবাশিষ দেবা। ৫১ রান করা দেবার বিদায়ে ভাঙ্গে জুটি।

দেবা ফেরার পরও এক প্রান্ত আগলে রেখেছিলেন আব্দুল্লাহ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাভার্স নাইন্টিতে থামেন তিনি। ৬টি চার ও ৩টি ছক্কায় ১৬০ বলে ৯৫ রান করেন আব্দুল্লাহ।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। আফগানিস্তানের আব্দুল আজিজ ৪ উইকেট নেন। 

সিরিজ হার এড়ানোর লক্ষ্যে আগামী ৯ নভেম্বর পঞ্চম ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।