শনিবার ০১ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচন পর্যন্ত ‘অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ নয়: প্রধান উপদেষ্টার কার্যালয় অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু ৩০ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ এক নামে ১০টির বেশি সিম থাকলে বন্ধ হবে শনিবার থেকে মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের জেনেজুয়েলায় আঘাত হানার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে মিলবোর্ন সিটি: মেয়র, কাউন্সিলম্যান হচ্ছেন ৩ বাংলাদেশি মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, কন্ডাক্টর গ্রেপ্তার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

শিক্ষা

৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নিয়ে বেফাকের বিশেষ বিজ্ঞপ্তি

 প্রকাশিত: ১১:৪৩, ১ নভেম্বর ২০২৫

৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নিয়ে বেফাকের বিশেষ বিজ্ঞপ্তি

৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। সেখানে কওমি মাদরাসার শীর্ষ এই বোর্ডটি পরীক্ষার অন্তর্ভুক্তি ফি’র ফরম বিতরণ ও ফি জমাগ্রহণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার অন্তর্ভুক্তি ফি-এর ফরম বিতরণ শুরু হয়েছে। আপনারা নিজ নিজ মারকাযের সাথে যোগাযোগ করে পরীক্ষার অন্তর্ভুক্তি ফরম সংগ্রহ করুন। ৫ জুমাদাল উলা ১৪৪৭ হি. হতে ফি জমাগ্রহণ শুরু হয়ে ৩০ জুমাদাল উলা ১৪৪৭ হি. শেষ হবে। পরবর্তী ১০ (দশ) দিন তথা ১০ জুমাদাল উখরা পর্যন্ত বর্ধিত ফি-সহ জমা দেওয়া যাবে।

পরীক্ষার ফি জমাকালীন ২৫, ২৬, ২৭ জুমাদাল উলা মোতাবেক ১৭, ১৮, ১৯ নভেম্বর নতুন করে পরীক্ষার্থী নিবন্ধনেরও সুযোগ রাখা হয়েছে। উক্ত তিন দিন বেফাক অফিসে এসে নিবন্ধন ফরম জমা দিয়ে পরীক্ষার ফিও জমা দেওয়া যাবে। শেষ তিন দিনের সুযোগ গ্রহণকারীদের ক্ষেত্রে কুরিয়ার বা ডাকের মাধ্যমে নিবন্ধন ফরম পাঠানো গ্রহণযোগ্য নয়।

বি. দ্র. পরীক্ষার ফি জমাকালীন বেফাকভুক্ত সকল মাদরাসার বাৎসরিক বকেয়া ফি জমা নেওয়ারও ব্যবস্থা থাকবে