ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের প্রাণ গেছে; হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১০৩৪ জন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩০৭ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৭৬ হাজার ২৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে তিনজন, ঢাকা উত্তর সিটিতে একজন এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভার্তি হয়েছেন ৬ হাজার ১৬৪ জন।
এর আগে অক্টোবরে ৮০ জনের মৃত্যু হয়, হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৫২০ জন। এক মাসের হিসাবে এই দুই সংখ্যাই চলতি বছর সরবেচেয়ে বেশি।
এর আগে সেপ্টেম্বরে ৭৬ জন, অগাস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে এইডিস মশাবাহিত এই রোগে। মার্চ মাসে কেউ মারা যায়নি।
আর জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।