মে মাসের সংঘাতের পর প্রথম সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে গেলেন ভারতীয় শিখ তীর্থযাত্রীরা
গত মে মাসে মারাত্মক সংঘর্ষের ফলে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে স্থল সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম সীমান্ত অতিক্রম করে মঙ্গলবার ভারত থেকে কয়েক ডজন শিখ তীর্থযাত্রী পাকিস্তানে প্রবেশ করেছেন। এএফপি’র সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ওয়াঘা-আট্টারি সীমান্তে পাকিস্তানি কর্মকর্তারা তাদের স্বাগত জানান এবং তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৯৯৯ সালের পর গত মে মাসে শুরু হওয়া সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা এখনও চরমে। এই সংঘর্ষে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।