শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, কার্তিক ২৩ ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ইউক্রেনে রাশিয়ান সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল আমজনতার দলের নিবন্ধন অবশ্যই প্রাপ্য: রিজভী ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ পাখি খাদ্যের ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে পপি বীজ এনে ধরা মার্জারে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের বাংলাদেশে ‘আপাতত’ আসা হচ্ছে না জাকির নায়েকের হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিন হাই কোর্টে দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু ময়মনসিংহে হত‍্যা মামলায় ৩ জনের ফাঁসি

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ান সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

 আপডেট: ১৪:২৬, ৭ নভেম্বর ২০২৫

ইউক্রেনে রাশিয়ান সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

ইউক্রেনের একজন যুদ্ধবন্দিকে হত্যার অভিযোগে রাশিয়ান এক সৈন্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটি। 

বৃহস্পতিবার নিরাপত্তা কর্মকর্তাদের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। 

ইউক্রেনে কোন রুশ সৈন্যের যাবজ্জীবনের এটাই প্রথম ঘটনা। 

ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ইতিহাসে এটিই প্রথম রায় যেখানে একজন দখলদারকে, বিশেষ করে একজন প্রতিরক্ষা বাহিনীর সৈন্যের মৃত্যুদণ্ডের জন্য এই ধরণের শাস্তি দেওয়া হয়েছে।

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রসিকিউটররা জানান, ২৭ বছর বয়সী রাশিয়ান সৈন্য দিমিত্রি কুরাশভ ‘গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর আত্মসমর্পণকারী একজন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সৈন্যকে হত্যা করেছে।’ পরে কুরাশভকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়।

২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা। 

কিয়েভ বারবার মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আত্মসমর্পণের পর যুদ্ধবন্দিদের হত্যা করার অভিযোগ এনেছে। তারা  একে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

জাতীয় পুলিশ কর্তৃক প্রকাশিত ভিডিওতে বৃহস্পতিবার আদালতে বিচারক সাজা পড়ে শোনানোর সময় ওই আসামীকে আদালত কক্ষে একটি কাচের খাঁচায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

ইউক্রেন কেবল রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতাদেরই নয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলার পর থেকে সংঘটিত যুদ্ধাপরাধের জন্যও দায়ী সাধারণ সৈন্যদেরও আটক করতে চাইছে।

গত সপ্তাহে, কিয়েভ একজন বন্দি রাশিয়ান নাবিককে ভিলনিয়াসের কাছে হস্তান্তর করেছে। তাকে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। 

একজন লিথুয়ানিয়ান নাগরিকের বিরুদ্ধেও মামলা করা হবে।