শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, কার্তিক ২৩ ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ইউক্রেনে রাশিয়ান সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল আমজনতার দলের নিবন্ধন অবশ্যই প্রাপ্য: রিজভী ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ পাখি খাদ্যের ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে পপি বীজ এনে ধরা মার্জারে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের বাংলাদেশে ‘আপাতত’ আসা হচ্ছে না জাকির নায়েকের হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিন হাই কোর্টে দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু ময়মনসিংহে হত‍্যা মামলায় ৩ জনের ফাঁসি

জাতীয়

সামাজিক উন্নয়নে দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের

 প্রকাশিত: ২০:৫০, ৭ নভেম্বর ২০২৫

সামাজিক উন্নয়নে দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের

, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): কাতারের রাজধানী দোহায় ‘দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনে’ বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পর্যাপ্ত ও পূর্বানুমেয় আর্থিক সম্পদ এবং জোরালো আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে।

 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নেতৃত্বে বাংলাদেশের একটি আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধিদল তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করেছে, যা আজ শেষ হয়েছে।

 

সম্মেলনে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ দেশের জনকেন্দ্রিক উন্নয়ন মডেল তুলে ধরেন। যেখানে সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি এবং মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার মতো উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, কার্যকর সরকারি নীতিমালা, অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং উদ্ভাবনী সামাজিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ লাখ লাখ মানুষকে চরম দারিদ্র্য থেকে উত্তরণে সহায়তা করেছে।

 

সমাজকল্যাণ সচিব স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সীমিত আর্থিক পরিসর, ঋণের বোঝা বৃদ্ধি এবং জলবায়ু-সৃষ্ট দুর্যোগ।

 

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মানবিক বিষয়টি তুলে ধরে সচিব বলে, নতুন আর্থিক শর্ত আরোপ করে এলডিসি উত্তরণ-প্রত্যাশী দেশের ওপর বোঝা চাপানো উচিত হবে না।

 

সম্মেলনে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ডিজিটাল বিভাজন কমানো এবং অভিযোজনমূলক পদক্ষেপের জন্য পূর্বানুমেয় ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন সক্রিয় করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

 

বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনের ফাঁকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের আয়োজিত একাধিক ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তারা সামাজিক সুরক্ষা, নারী ও যুব ক্ষমতায়ন, অভিবাসী শ্রমিকদের কল্যাণ, প্রবীণদের যত্ন এবং জলবায়ু-সহনশীল সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে নিজেদের সেরা চর্চাগুলো তুলে ধরে।

 

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধিরা।