শনিবার ১৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইসলাম

মনে মনে মান্নত করলে কি তা আদায় করা আবশ্যক?

 প্রকাশিত: ১৮:১৭, ১৩ নভেম্বর ২০২৫

মনে মনে  মান্নত করলে কি তা আদায় করা আবশ্যক?

প্রশ্নকিছুদিন আগে হঠাৎ করে আমার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ে। তখন আমি মনে মনে মান্নত করি, আমার ছেলে যদি পূর্ণ সুস্থ হয়ে ওঠে, তাহলে আমি দুই হাজার টাকা সদকা করব। তবে আমি মুখে কিছুই বলিনি; শুধু নিয়ত করেছি। এখন আলহামদু লিল্লাহ আমার ছেলে পূর্ণ সুস্থ হয়েছে।

জানার বিষয় হল, এখন কি এ পরিমাণ টাকা সদকা করা আমার জন্য আবশ্যক?

উত্তরমান্নত সংঘটিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত। মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে নিয়ত করলে তা মান্নত হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু মুখে বলেননি, তাই সেটি মান্নত হয়নি।

অতএব মান্নত হিসেবে ওই পরিমাণ টাকা সদকা করা আপনার জন্য আবশ্যক নয়। তবে মান্নত না হলেও আপনি যেহেতু একটি ভালো কাজের নিয়ত করেছেন, তাই সম্ভব হলে তা পূরণ করাই উচিত হবে।

* >الأشباه والنظائر< لابن نجيم، ص: ৫১ : النذر لا تكفي في إيجابه النية، بل لا بد من التلفظ به، صرحوا به في باب الاعتكاف.

কিতাবুল আছল ২/১৮৬; আহকামুল কুরআন, জাস্সাস ৩/৪৪২; আলমাবসূত, সারাখসী ৮/১৩৮; বাদায়েউস সানায়ে ৪/২২৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৭৩; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ২৩৬