রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৫ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি, আমদানির অনুমতি দিতে পারে সরকার সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৬৭ জনের নামে মামলা ‘স্বতন্ত্র’ প্রার্থী হতে চান উপদেষ্টা আসিফ মনোনয়ন: গাইবান্ধায় বিএনপির দু’পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা মোহাম্মদপুরে গ্যারেজের আগুনে ‘নাশকতা’ দেখছে পুলিশ ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওং গাজা থেকে ফেরত আরেক জিম্মির মরদেহ শনাক্ত করলো ইসরাইল সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান ডিসি রদবদলে শুরু হল নির্বাচনি প্রশাসন সাজানো ছুটির দিনে ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি শীতের আগমনী হাওয়া: পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

রাজনীতি

মনোনয়ন: গাইবান্ধায় বিএনপির দু’পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা

 আপডেট: ১৮:৩৭, ৯ নভেম্বর ২০২৫

মনোনয়ন: গাইবান্ধায় বিএনপির দু’পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা

বিএনপির মনোনীত ও বঞ্চিত প্রার্থীর সমর্থকদের উত্তেজনার মধ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের উত্তেজনার মধ্যে সদর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল।

তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার দুপুরে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ মোটরসাইকেল শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন। এতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে তার কর্মী-সমর্থকরা উপজেলার বোনারপাড়ায় জড়ো হচ্ছিলেন।

পথে ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বাজার ও হাফানিয়ার মোড়ে তাদের বাধা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

নাহিদুজ্জামান নিশাদের অভিযোগ, “বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের কর্মী-সমর্থকরা কোনো কারণ ছাড়াই এই হামলা করেছে। ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।”

তিনি বলেন, “আমার কর্মসূচি বানচালের জন্য নাটকীয়ভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিকল্পিত এ ঘটনার নিন্দা ও বিচার চাই।”

তবে অভিযোগের বিষয়ে জানতে ফারুক আলম সরকারের মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি।

এ ছাড়া এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির স্থানীয় কোনো নেতাও কথা বলতে রাজি হননি।

এ ঘটনার পর থেকে সাঘাটা উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। ১৪৪ ধারা জারির পর বোনারপাড়া বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

সাঘাটা থানার ওসি মো. মনির হোসেন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।”