সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৬৭ জনের নামে মামলা
ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় সাড়ে ১০ হাজার (সুদআসলসহ) কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৬৭ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৯ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এটি দুদকের ইতিহাসে সর্ববৃহৎ মামলা বলেও জানিয়েছেন তিনি।
জানা গেছে, ৬৭ জন আসামি কর্তৃক পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে ইস্যুকৃত বিধি, পলিসি ও সার্কুলারের তোয়াক্কা না করে এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম স্টীলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পালি লিমিটেড এর অনুকূলে অপ্রতুল জামানত রেখে, সিআইবি রিপোর্টে বিদ্যমান উচ্চ ঋণের পরিমাণ বিবেচনা না করে ও গ্রাহকের ব্যবসায়িক টার্নওভার ঋণসীমার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ থাকা সত্ত্বেও ব্যাংকের ঝুঁকির কথা বিবেচনা না করে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাংকিং সফটওয়্যারে (টর্চ) জালিয়াতির মাধ্যমে অনুমোদনবিহীন বিনিয়োগ প্রদান এবং ঋণের নামে গৃহীত মোট ৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা (যা বর্তমানে লভ্যাংশসহ/সুদ-আসলে ১০,৪৭৯.৬২ কোটি টাকা) আত্মসাৎ ও পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান, এস আলম গ্রুপ এর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে স্থানান্তর/হস্তান্তর/রূপান্তরপূর্বক সম্পৃক্ত অপরাধ সংগঠিত করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪০৬ /১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১২০বি ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা একটি মামলা দায়ের করা হয়েছে।