দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্রদান
দিনাজপুর, ৯ নভেম্বর, ২০২৫(বাসস) : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতি মায়ের রেখে যাওয়া শিশু কন্যার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সেবা সহায়তা সেলের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সেলের সদস্য ব্যারিষ্টার কায়সার কামালের সহায়তায় ওই কন্যা শিশুর জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
গতকাল শনিবার রাত ১১ টায় এই তথ্য নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা মো. ফজলুর রহমান। তিনি বলেন,গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় ডা. মো. রফিকুল ইসলাম তার সহযোগীদের নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীগুলো ওই নবজাতক শিশুর জন্য প্রদান করেন। মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী জানান, শিশুটির শারীরিক অবস্থা একটু খারাপ। আমরা নবজাতক শিশুটি সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাকে পৃথক কক্ষে রেখে চিকিৎসা সেবা সহ যত্ন নেওয়া ব্যবস্থা করেছি।
হাসপাতালের পরিচালক বলেন, আমরা শিশুটিকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছি। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই অবস্থায় শিশুটি আগে সুস্থ করে তুলতে হবে। তার পর কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে তাকে জেলা প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শিশুটি প্রদান করা যেতে পারে বলে তিনি ব্যক্ত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,গত ৪ নভেম্বর দুপুরে ওই কন্যা শিশুটি হাসপাতালে গাইনি ওয়ার্ডে জন্ম নেয়। ওই দিন সন্ধ্যার পর শিশুটির পাশে একটি চিরকুট লিখে রেখে শিশুর মা চলে যায়।
এর পর থেকে হাসপাতালে তত্ত্বাবধানে বাচ্চাটিকে রাখা হয়েছে।